চোখের ফোলাভাব দূর করুন সহজেই। ছবি- সংগৃহীত
কাজ থেকে ফিরে রাত পর্যন্ত প্রায় দিনই সিরিজ় দেখেন। পরের দিন সকালে দু’চোখে ঘুম জড়িয়ে থাকে। শুধু কি তাই? চোখের তলায় কালি, ফোলাভাব তো আছেই। শারীরিক কোনও সমস্যা না থাকলে সাধারণ ভাবে চোখ থেকে জল পড়লে, মদ্যপান করলে বা রাতের পর রাত জেগে থাকলে চোখের তলায় কালি পড়তে পারে। চোখের ফোলাভাবও দেখা যেতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে বাজারে যত ধরনের ‘আন্ডার আই ক্রিম’ আছে ব্যবহার করে ফেলেছেন। ‘পাফিনেস’ দূর করারও নানা রকম প্রসাধনী রয়েছে। কিন্তু কোনও কিছুতেই কোনও কাজ হচ্ছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, চোখের নীচে ফোলাভাব দূর করতে এত খরচ করার কোনও প্রয়োজনই নেই। কারণ, একটি চামচ দিয়েই এই সমস্যা দূর করা সম্ভব। শুনতে অবাক লাগলেও এ কথা সত্যি। তবে তারও নির্দিষ্ট একটি পদ্ধতি আছে।
যত ক্ষণ না ধাতুর চামচ গরম হয়ে যাচ্ছে তত ক্ষণ এই অবস্থায় ধরে রাখুন। ছবি- সংগৃহীত
চোখের ফোলাভাব দূর করতে চামচ কী ভাবে ব্যবহার করবেন?
যে কোনও ধাতুর দুটি চামচ ফ্রিজে রেখে দিন। ৫-৬ ঘণ্টা পর ফ্রিজ থেকে বার করে চোখের উপর চামচের গোল অংশটি উল্টো করে চেপে রাখুন। যত ক্ষণ না ধাতুর চামচ গরম হয়ে যাচ্ছে তত ক্ষণ ওই অবস্থায় ধরে রাখুন। ধীরে ধীরে চোখের ফোলাভাব কমে আসবে।
ফ্রিজে রাখা চামচ ছাড়া আর কী কী পদ্ধতিতে চোখের ফোলাভাব দূর করবেন?
১) চামচের বদলে চোখের তলায় বরফ ঘষতে পারেন।
২) শসা বা আলুর কাটা টুকরো ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা হলে সেগুলিও চোখের তলায় ঘষে নেওয়া যায়।
৩) ব্যবহার করা টি-ব্যাগ ফেলে না দিয়ে, তা ফ্রিজে রেখে দিন। রাতে শোয়ার আগে চোখের তলায় দিয়ে রাখতে পারেন।