ম্যাট লিপস্টিক পরতে হবে নিয়ম মেনে। ছবি: সংগৃহীত।
দুয়ারে শীতকাল। আর শীতকাল মানেই ঠোঁট ফাটার সমস্যা শুরু। দুর্গাপুজোর কাটতেই আবহাওয়ায় বদল এসেছে। মরসুম বদলের এই সময় শীতের সূচনা এখনও না হলেও ত্বকের পাশাপাশি ঠোঁট ফাটতে শুরু করে। অনেকেই ঠোঁট ফাটার সমস্যায় পেট্রোলিয়াম-জাত জেলি ব্যবহার করেন। তবে তাতে সাময়িক সুফল পাওয়া যায়। কিছু ক্ষণ পরেও আবার ঠোঁটে টান ধরতে শুরু করে। ফেটে চৌচির হয়ে যাওয়া ঠোঁট ঢাকতে ভরসা লিপস্টিক। তবে মাঝেমাঝেই লিপস্টিক উঠে গিয়ে ফাটা ঠোঁট বেরিয়ে পড়ে। তখন স্বাভাবিক ভাবেই অস্বস্তি হতে শুরু করে। এই কারণে অনেকেই ম্যাট লিপস্টিক পরতে ভয় পান। দেখতে সুন্দর লাগলেও এই লিপস্টিক ব্যবহারের পর অনেকের ঠোঁট বেশি ফাটতে শুরু করে। তবে কিছু নিয়ম মেনে ম্যাট লিপস্টিক ব্যবহার করেও ফাটবে না ঠোঁট, রং স্থায়ী হবে দীর্ঘ ক্ষণ। রইল তেমন কয়েকটি টোটকা।
১) লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটকে তৈরি করতে হবে। স্নানের সময় খানিকটা সময় বার করে মধু-চিনির মিশ্রণ ঠোঁটে লাগিয়ে নরম ব্রাশ দিয়ে ভাল করে পরিষ্কার করুন। এই অভ্যাসে ঠোঁটের মৃত কোষগুলি উঠে যাবে।
২) স্নানের পর ঠোঁটে সামান্য মাত্রায় লিপ বাম কিংবা শিয়া বাটার মেখে রাখুন।
৩) লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে প্রাইমার ব্যবহার করুন। তা হলে ম্যাট লিপস্টিক পরেও ঠোঁট শুকিয়ে যাবে না।
৪) লিপস্টিক ব্যবহারের আগে লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশে সুন্দর করে এঁকে নিন।
৫) তার পর ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। লিপ লাইনারের সঙ্গে লিপস্টিকের ব্লেন্ড যেন ভাল ভাবে হয়, সে দিকে নজর দিতে হবে।
৬) লিপস্টিক ব্যবহারের সময় সরাসরি না করে তুলি ব্যবহার করলে ভাল। তুলির টান যেন ঠোঁটের মধ্যভাগ থেকে বাইরের দিকে হয়।
৭) লিপস্টিক ব্যবহারের পরে একটি টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত লিপস্টিক মুছে ফেলুন। লিপস্টিকের পরতে যেন কোনও ভাঁজ না থাকে সে দিকে লক্ষ রাখুন।