Micellar Water For Hair

দু’দিন শ্যাম্পু না করলেই চুল, মাথার ত্বক তেলচিটে হয়ে যায়? সমাধান কী?

নিয়মিত শ্যাম্পু করতে করতে ক্লান্ত? ড্রাই শ্যাম্পু হিসাবে ব্যবহার করতে পারেন বিশেষ একটি উপাদান। কেন এবং কী ভাবে সেটি মাখবেন, জেনে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৯:৪৭
Share:
শ্যাম্পুর বদলে কী মাখবেন?

শ্যাম্পুর বদলে কী মাখবেন? ছবি:ফ্রিপিক।

মাথার ত্বক পরিষ্কার রাখা খুব জরুরি বলেন কেশচর্চা শিল্পীরা। কিন্তু তা বলে প্রতিদিন শ্যাম্পু করাও ঠিক নয়। বিশেষত বাজারচলতি শ্যাম্পুতে থাকা রাসায়নিকের খারাপ প্রভাব পড়ে চুলেও। তা ছাড়া নিয়মিত শ্যাম্পু করার ঝক্কি তো কম নয়!

Advertisement

তবে এর সমাধান হতে পারে ‘মাইসেলার ওয়াটার’। মূলত ত্বক পরিষ্কার করতেই ব্যবহার হয় এটি। জলের মতো দেখতে তরলটি মুখ থেকে প্রসাধনীর পরত তোলার জন্য কাজে লাগে। মুখের ময়লা, তেল পরিষ্কার করতে মৃদু ক্লিনজ়ার হিসাবে কাজ করে এটি।

‘মাইসেলার ওয়াটার’ যদি ড্রাই শ্যাম্পু হিসেবে ব্যবহার করা যায়?

Advertisement

‘মাইসেলার ওয়াটার’ দিয়ে মুখ পরিষ্কার হয়। আর তা দিয়ে যদি মাথার ত্বক পরিষ্কার করা যায়? সাধারণ শ্যাম্পুর মতো মাথায় লাগিয়ে ঘষা নয়, বরং তুলোয় ‘মাইসেলার ওয়াটার’ নিয়ে মাথার ত্বকের তেল, ধুলো ময়লা যদি পরিষ্কার করা যায়, তাতে কী হতে পারে? মুম্বইয়ের ত্বকের চিকিৎসক সোনালি কোহলি বলছেন, ‘‘মাথার ত্বকের ময়লা পরিষ্কার করার জন্য এটি একটি কার্যকরী উপায়। বিশেষত, ত্বকের ধরন স্পর্শকাতার হলে এ ভাবে কিছুটা হলেও মাথা পরিষ্কার করে নেওয়া যায়।’’

সুবিধা কী?

· পরিস্রুত জল, গ্লিসারিন, রাসায়নিক-মুক্ত সারফ্যাকট্যান্ট্‌স থাকে মাইসেলার ওয়াটারে।

· প্রতিদিন শ্যাম্পু করার দরকার হয় না। অথচ অতিরিক্ত তেল, ময়লা পরিষ্কার করে ফেলা যায়। হয়তো কোনও অনুষ্ঠান আছে, শেষ মুহূর্তে শ্যাম্পু করার সময় হয়নি। তখনও এটি কাজে আসতে পারে। তবে চিকিৎসক মনে করাচ্ছেন, এতে খুব সামান্যই পরিষ্কার হয়। চুল এবং মাথার ত্বক ভাল ভাবে পরিষ্কারের জন্য শ্যাম্পুতে যতটা কাজ হয়, মাইসেলার ওয়াটারে তেমনটা হয় না।

· অনেক শ্যাম্পু চুল রুক্ষ করে দেয়। তবে মাইসেলার ওয়াটার ব্যবহারে সেই ভয় থাকে না।

· মাথার ত্বক স্পর্শকাতর বা শুষ্ক হলেও মাইসেলার ওয়াটার ক্লিনজ়ার বা ড্রাই শ্যাম্পু হিসাবে ব্যবহার করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement