Summer Foot Care Tips

গরমে পায়ের ত্বক অত্যধিক শুষ্ক হয়ে যাচ্ছে? ঘরোয়া টোটকায় লুকিয়ে মুশকিল আসান

রোদে পুড়ে, ঘামে ভিজে, ধুলোয় মাখামাখি হয়ে পায়ের অবস্থা হয় শোচনীয়। পায়েরও যে একটা সৌন্দর্য আছে, সেটাই যেন হারিয়ে যায়। তাই এই গরমে পায়েরও চাই বাড়তি যত্নআত্তি। কী ভাবে নেবেন পায়ের খেয়াল?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৯:৩৭
Share:

গরমে পায়ের রুক্ষ ত্বক মসৃণ করে তুলুন। ছবি: সংগৃহীত।

পা ফাটা, শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা মূলত শীতকালের। অত্যধিক গরমেও কিন্তু পায়ের এমন পরিণতি হতে পারে। কিন্তু গরমে ত্বকের যত্ন নিয়ে যতটা সচেতনতা দেখা যায়, পা সেখানে ব্রাত্য থাকে। অথচ গরমে পায়ের অত্যাচার বেশি হয়। রোদে পুড়ে, ঘামে ভিজে, ধুলোয় মাখামাখি হয়ে পায়ের অবস্থা হয় শোচনীয়। পায়েরও যে একটা সৌন্দর্য আছে, সেটাই যেন হারিয়ে যায়। তাই এই গরমে পায়েরও চাই বাড়তি যত্নআত্তি। কী ভাবে নেবেন পায়ের খেয়াল?

Advertisement

১) সপ্তাহে একদিন বা দু’দিন বাড়িতেই করতে পারেন পেডিকিয়োর। গরম জলে শ্যাম্পু মিশিয়ে, কিছু ক্ষণ পা ডুবিয়ে রাখুন। শ্যাম্পু ছাড়াও মেশাতে পারেন মধু। মধু পায়ের ত্বক খসখসে করে তোলে।

২) রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই পায়ে ফুট ক্রিম বা ময়েশ্চারাইজার মেখে শুতে ‌যান। সারা রাতে পায়ের রুক্ষ ভাবে চলে যাবে।

Advertisement

৩) স্নানের পর পায়ে খানিকটা অলিভ অয়েল মাখতে পারেন। তেল পায়ের ত্বক শুষ্ক হতে দেবে না।

৪) শীতকালে অনেকেরই পা ফাটে বলে অনেকেই গ্লিসারিন ব্যবহার করেন। তবে সেই অভ‍্যাস গরমেও চালু করতে পারেন। তাতে পা নরম থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement