Bridal Fashion Tips

আলিয়ার মতো মাথাপট্টি না কি কিয়ারার মতো টিকলি, বিয়ের দিনের সাজে কোনটা মানাবে আপনার মুখে?

বিয়ের দিন গয়না পোশাকের সঙ্গে মানানসই না হলে পুরো সাজটাই মাটি হবে। প্রথমেই নজর দিন মুখের দিকে। সবার মুখের সঙ্গে কিন্তু টায়রা-টিকলি কিংবা মাথাপট্টি মানায় না। বিয়েতে টায়রা-টিকলি কিংবা মাথাপট্টি পরবেন, না কি টিকলি, কী ভাবে সিদ্ধান্ত নেবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১১:৪০
Share:

(বাঁ দিকে) আলিয়া ভট্টের বিয়ের সাজ। কিয়ারা আডবাণীর বিয়ের সাজ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম। প্রত্যেক কনেই চান, ওই দিন যেন তাঁর সাজ হয় সেরার সেরা। সে কথা মাথায় রেখেই চলে কেনাকাটার পর্ব। কিন্তু অনেক ক্ষেত্রেই গয়নার বিভিন্ন নকশা দেখে চোখ ধাঁধিয়ে যেতে পারে। বলি নায়িকাদের সাজ দেখে অনেকেই তার অনুকরণ করতে চান। সিনেমার পর্দা থেকে বিয়ের পিঁড়িতে ওঠা, তাঁদের নজরকাড়া সাজের আদলে সেজে উঠতে পারেন আপনিও।

Advertisement

বিয়ের দিনের গয়নাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল টিকলি। তবে এখন অনেক বাঙালি কনেই টায়রা-টিকলি কিংবা মাথাপট্টি বেছে নিচ্ছেন টিকলির বদলে। মনে রাখবেন, গয়না পোশাকের সঙ্গে মানানসই না হলে পুরো সাজটাই মাটি হবে। প্রথমেই নজর দিন মুখের দিকে। সবার মুখের সঙ্গে কিন্তু টায়রা-টিকলি কিংবা মাথাপট্টি মানায় না। বিয়েতে টায়রা-টিকলি কিংবা মাথাপট্টি পরবেন, না কি টিকলি, কী ভাবে সিদ্ধান্ত নেবেন?

১) চাঁদপানা গোল মুখ হলে কিন্তু টায়রা-টিকলি কিংবা মাথাপট্টি না পরাই ভাল। এই গয়নাটি পরলে মুখ আরও বেশি গোল দেখাবে। তবে, গোল মুখে বরফির আকারের টিকলি পরলে মুখ বেশ লম্বাটে দেখাবে।

Advertisement

২) মুখ চৌকো আকৃতির হলে আপনি মাথাপট্টি পরতে পারেন। এতে আপনার মুখের আদল খানিকটা গোল দেখাবে।

৩) মুখের আদল ডিমের মতো হলে সাধারণ টিকলি কিংবা মাথাপট্টি, দুটোই পরতে পারেন।

৪) কপাল সরু হলে ছোট মাপের টিকলি পরলেই যথেষ্ট, খুব বড় মাপের টিকলি কিন্তু সে ক্ষেত্রে বেমানান দেখাবে। কপাল চওড়া হলে বড় মাপের টিকলি বা মাথাপট্টি বেছে নিতেই পারেন।

৫) সাজ খুব বেশি জমকালো না করতে চাইলে সাধারণ টিকলি বেছে নিতে পারেন। আর যদি বলি নায়িকাদের মতো সাজতে চান, তা হলে মুখের আদল বুঝে টায়রা-টিকলি কিংবা মাথাপট্টি বেছে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement