চুলের যত্ন নিন। ছবি: সংগৃহীত।
সকালে ঘুম থেকে উঠতেই বালিশ জুড়ে রাশি রাশি চুল। এমন দৃশ্য অনেকের কাছেই অত্যন্ত চেনা। ঘুম ভাঙার পর এ দৃশ্য দেখে বুক কেঁপে ওঠেনি, এমন কেউ নেই। এমন অকালে চুল ঝরলে কী করেই বা শান্ত থাকা যায়। আসলে সকালের দিকে চুল ঝরার অন্যতম কারণ হল রাত্রিকালীন কেশচর্চায় ত্রুটি থেকে যাওয়া। ক্লান্তিতে শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে, আলাদা করে চিরুনি হাতে আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছা করে না। তবে কয়েকটি নিয়ম মেনে চললে চুলের এমন পরিণতি দেখতে হবে না।
হেয়ার সিরাম
চুলে সিরাম ব্যবহার করার সবচেয়ে আদর্শ সময় হল রাত। ঘুমোতে যাওয়ার আগে সিরাম চুলে মেখে রাখতে পারলে ভাল। তাতে রাতভর চুল ময়েশ্চারাইজ হওয়ার সুযোগ পায়। চুলের গো়ড়া শক্তিশালী হয়। ডগা নরম হয়।
আলগা করে চুল বাঁধুন
ঘুমোতে যাওয়ার আগে রাতে আঁটসাঁট করে চুল বাঁধার অভ্যাস রয়েছে অনেকেরই। তবে রাতে বেশি শক্ত করে চুল বাঁধা ঠিক নয়। তাতে আবার হিতে বিপরীত হতে পারে। সব চুল এক জায়গায় করে আলগা করে বেঁধে তার পর ঘুমোতে যান।
বালিশে সিল্কের কভার
সিন্থেটিক কভারে মাথা রেখে ঘুমোলে চুল ঝরে অনেকেরই। তাই বালিশে সুতি কিংবা সিল্কের কভার পরিয়ে রাখতে পারেন। তা হলে আর ঘষা লেগে চুল ঝরার ঝুঁকি থাকবে না।
চুল কাপড়ে মুড়িয়ে
রাতে ঘুমোতে যাওয়ার আগে সুতির কাপড় দিয়ে চুল ভাল করে মুড়িয়ে নিন। তার পর ঘুমোতে যান। চুল কাপড়ে বেঁধে রাখলে ক্ষতি কম হয়। চুল ভেঙে যাওয়া, ডগা ফেটে যাওয়ার সমস্যা হয় না।