শীতে ত্বকের যত্ন নেবে নারকেল তেল। ছবি: সংগৃহীত।
সারা দিন তেমন ভাবে ত্বকের যত্ন নেওয়া হয় না। কিন্তু বাড়ি ফিরে মন দিয়ে পরিচর্যা করেন। ইন্টারনেট ঘেঁটে, ভালমন্দ বিচার করে দাম দিয়ে একখান ‘নাইট ক্রিম’ও কিনে ফেলেছেন। কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না।
অথচ, রাতের রূপচর্চার কথা উঠতে বন্ধু জানিয়েছেন, তিনি রতে শোয়ার আগে নারকেল তেল ছাড়া মুখে কিছু মাখেন না। এত দিন তো নারকেল তেল মাথাতেই মেখে এসেছেন। হঠাৎ সেই তেল মুখে মাখতে যাবেন কেন?
রূপচর্চা শিল্পীরা বলছেন, চুলের তো বটেই, নারকেল ত্বকের জন্যও জরুরি। বিশেষ করে শীতকালে ত্বকের শুষ্ক ভাব দূর করতে নামীদামি ক্রিম না মেখে এই তেল দিয়ে ত্বকের যত্ন নেওয়াই যায়। শুষ্ক ত্বক, বলিরেখা, কালচে দাগছোপ সবই দূর হতে পারে নারকেল তেলের গুণে।
নারকেল তেলে কী এমন আছে?
‘লওরিক অ্যাসিড’ নামক একটি উপাদান রয়েছে নারকেল তেলে। এ ছাড়াও নারকেল তেলে রয়েছে ‘ওলেয়িক অ্যাসিড’। এই অ্যাসিডটি আসলে এক ধরনের ফ্যাট। এই দু’টি উপাদানই ত্বকের জন্য ভাল। ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে নারকেল তেল। অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ এই তেল ত্বকের প্রদাহজনিত সমস্যাও দূর করে। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়লে চুলকানি কিংবা র্যাশও হতে পারে। সে ক্ষেত্রে নারকেল তেল মাখার পরামর্শ দেন বহু চিকিৎসক। ত্বক থেকে রোদের পোড়া দাগ অর্থাৎ ট্যান তুলতেও সাহায্য করে নারকেল তেল।