Skin care

Night Skin Care: রোজ রাতে ঘুমের আগে ত্বকের যত্ন নেবেন কী ভাবে

সারা দিন ব্যস্ত থাকেন। রূপচর্চা সে ভাবে করা হয় না। কিন্তু রাতে ঘুমের আগে সামান্য যত্নও অনেকটা সাহায্য করতে পারে ত্বক কোমল রাখতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ১৭:৫৪
Share:

ঘুমের আগে সামান্য যত্নও অনেকটা সাহায্য করতে পারে ত্বক কোমল ও মসৃণ রাখতে।  

উজ্জ্বল ও মসৃণ ত্বকের মতো আরাম আর কিসেই বা আছে! কিন্তু কোমল ত্বক পেতে হলে কিছু নিয়ম পালন করতে হয়। না হলে খুব বেশি দিন ধরে রাখা যায় না ত্বকের ঔজ্জ্বল্য।

সারা দিন নানা কাজে ব্যস্ত থাকেন। অনেক সময়েই ইচ্ছা থাকলেও রূপচর্চা সে ভাবে করা হয় না। কিন্তু রাতে ঘুমের আগে সামান্য যত্নও অনেকটা সাহায্য করতে পারে ত্বক কোমল ও মসৃণ রাখতে।

Advertisement

রাতেও ত্বকের যত্ন নিন

কী ভাবে প্রতি রাতে নিজের ত্বকের যত্ন নেবেন?

Advertisement

প্রথম কাজ হল মেকআপ তুলে ফেলা, সামান্য কাজল, লিপস্টিক লাগানো থাকলেও তা না তুলে ঘুমাতে যাওয়া ত্বকের জন্য স্বাস্থ্যকর নয়।

মেকআপ তোলার পর ভাল ভাবে মুখ পরিষ্কার করুন। হালকা কোনও ফেসওয়াশ ব্যবহার করলে সবচেয়ে ভাল। এর পর কোনও টোনার ব্যবহার করা জরুরি। বাজার থেকে কেনা টোনার তো ব্যবহার করাই যায়, তবে ত্বকের যত্ন নিতে ঘরের কিছু জিনিসও এ ক্ষেত্রে কাজে আসতে পারে। ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করে নিতে পারেন টোনার। গোলাপ জল কিংবা শসার রস দিয়ে তৈরি টোনার রাতে মাখলে ত্বক কোমল রাখতে সাহায্য মেলে।

টোনার মেখে মিনিট পাঁচেক রেখে দিন। তার পর হাত ও মুখ ময়শ্চারাইজ করুন।

উপরে উল্লেখ করা কোনও কাজেই বিশেষ সময় যায় না। খুব কঠিনও নয় এই কাজ। কিন্তু নিয়মিত রোজ রাতে এই ক’টি ধাপে যত্ন নেওয়া গেলে ত্বকের বহু সমস্যার সমাধান হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement