শ্রদ্ধা কপূর। ছবি : ইনস্টাগ্রাম।
কিছু দিন আগেও তিনি ছিলেন আড়ালে। বলিউডের অন্য নায়িকারা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, তার প্রতিমুহূর্তের বিবরণ জানা গেলেও শ্রদ্ধা কপূরের খবর ততটা প্রকাশ্যে আসত না। কিন্তু তাঁর অভিনীত ‘স্ত্রী২’ ব্যবসায় শাহরুখ খানের জওয়ানকেও টেক্কা দেওয়ায় এখন চতুর্দিকে শুধুই তাঁকে নিয়ে আলোচনা। তিনি কোথায় গেলেন, কী পোশাক পরলেন, কে তাঁর দিকে তাকাল, কাকে দেখে তিনি হাসলেন— সবই ক্যামেরাবন্দি হচ্ছে এবং তা নিয়ে আলোচনাও চলছে। কিছু দিন আগে রেড সি চলচ্চিত্রোৎসবে তাঁর পরা গাউনটি দেখে ফ্যাশন দুনিয়া চমকে গিয়েছিল— ফ্যাশন নিয়ে কোনও দিনই সে ভাবে শিরোনামে না আসা শ্রদ্ধা এমন পোশাক এই ভাবে পরতে পারেন! প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন ফ্যাশন বোদ্ধারা। এ বার রিয়াধের একটি পুরষ্কার প্রদান অনুষ্ঠানে শ্রদ্ধার পরা পোশাক আলোচনায় উঠে এসেছে।
ছবি: সংগৃহীত।
গাঢ় কালচে রঙের উপর সোনালি সুতোর কাজ করা যে পোশাকটি তিনি পরেছেন, সেটি এক দিক থেকে হঠাৎ দেখলে শাড়ি মনে হতে পারে। বুকের উপর দিয়ে আঁচলের মতো কাপড় কাঁধ হয়ে পিছন দিকে লুটনো। শাড়ির কুঁচি যেখানে পরে, সেখানে কুঁচিও রয়েছে। সঙ্গে রয়েছে করসেট ব্লাউজ়। যার সঙ্গে জুড়ে থাকা স্বচ্ছ কাপড় ঢেকে রেখেছে করসেটের খোলা অংশ। ঢেকে রেখেছে শ্রদ্ধার হাতও। কিন্তু না, পোশাকটি শাড়ি নয়।
বরং অন্য দিক থেকে দেখলে মনে হবে সেটি গাউন। যার পিঠের দিকে সুপারম্যানের মতো একটি ‘কেপ’। তাতে রয়েছে সূক্ষ্ম সোনালি সুতোর কারুকাজ। অনেকটা পশ্চিম এশিয়ার ইসলাম ধর্মাবলম্বী দেশগুলিতে মহিলারা যে আলখাল্লার মতো পোশাক পরেন, সেই ‘আবায়া’র মতো দেখতে ওই পোশাক। রক্ষণশীল দেশের মহিলাদের মতোই, পোশাক থেকে শ্রদ্ধার হাতের পাতা এবং মুখ ছাড়া শরীরের কোনও অংশ দৃশ্যমান নয়।
ছবি: সংগৃহীত।
পোশাকটির নকশা করেছেন ভারতীয় পোশাক শিল্পী কর্ণ তোরানি। তাঁর পোশাকে সব সময়েই ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি মিলে মিশে থাকে। পোশাকে নকশার পাশাপাশি, তার আকার আকৃতি নিয়েও নানারকম পরীক্ষা নিরীক্ষা করেন কর্ণ। শ্রদ্ধার জন্য তৈরি করা পোশাকটিতেও দেখা যাচ্ছে তারই প্রতিফলন। যেহেতু শ্রদ্ধা ভারতীয় এবং তিনি পশ্চিম এশিয়ার দেশ রিয়াধে গিয়েছেন, তাই তাঁর পোশাকে দু’দেশের সংস্কৃতির ঝলক দেখাতে চেয়েছেন তোরানি। শ্রদ্ধাকে সেই পোশাকে মানিয়েছেও। ওই পোশাকের সঙ্গে চুল টেনে বেঁধে উঁচুতে খোঁপা করেছেন শ্রদ্ধা। কানে পরেছেন হালকা সেনার দুল।