Priyanka Chopra’s Necklace

গলায় ‘ভেনাসেস হেয়ার’ পরে ভাইয়ের বিয়েতে হাজির প্রিয়ঙ্কা! গয়নাটির বিশেষত্ব কী?

মেহন্দি, সঙ্গীত, গায়েহলুদ— সবেতেই তাঁর সাজ ছিল নজরকাড়া। কিন্তু আলোচনার কেন্দ্রে পোশাক নয়, রয়েছে অন্য কিছু। নেটাগরিকদের চোখ আটকেছে প্রিয়ঙ্কার গয়নায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৮
Share:

প্রিয়ঙ্কার গলায় ‘ভেনাসেস হেয়ার’ গয়না। ছবি: সংগৃহীত।

ভাইয়ের বিয়ে বলে কথা!

Advertisement

তা-ও আবার যে-সে নয়, বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কা চোপড়ার ভাই। সেই উপলক্ষে টিনসেল টাউনে চলছে বিশাল উদ্‌যাপন। সিদ্ধার্থ চোপড়ার বিয়ে উপলক্ষে স্বামী নিক জোনাস, মেয়ে মালতীর সঙ্গে প্রিয়ঙ্কাও এখন দেশে। সপ্তাহখানেক ধরে নানান অনুষ্ঠান পেরিয়ে অবশেষে বিয়ের দিন উপস্থিত। আর ভাইয়ের বিয়েতে প্রিয়ঙ্কার সাজ কেমন হবে, তা দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুগামীরা।

বিয়ের সব অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন প্রিয়ঙ্কা। মেহন্দি, সঙ্গীত, গায়েহলুদ— সবেতেই তাঁর সাজ ছিল নজরকাড়া। তবে চিরাচরিত প্রথা ভেঙে ভাইয়ের বিয়ের দিন ‘দেশি গার্ল’ বেছে নিয়েছিলেন পোশাকশিল্পী মণীশ মলহোত্রের ডিজ়াইন করা ‘সি গ্রিন’ রঙের লেহঙ্গা। কিন্তু আলোচনার কেন্দ্রে পোশাক নয়, রয়েছে অন্য কিছু। নেটাগরিকদের চোখ আটকেছে প্রিয়ঙ্কার গয়নায়।

Advertisement

ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি, ভিডিয়োয় সবজে-নীল রঙের লেহঙ্গার সঙ্গে প্রিয়ঙ্কার গলায় ঝুলতে দেখা গিয়েছে ইটালির বিলাসপণ্য প্রস্তুতকারী সংস্থা ‘বুগারি’-র বিখ্যাত ‘ভেনাসেস হেয়ার’ নামক হারটি। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রিয়ঙ্কার ওই হারে ৭১.২৪ ক্যারেট হিরের খণ্ড এবং ছোট ছোট মোট ৬২টি পান্না রয়েছে। ‘ভি-শেপ’ হারটির লকেটের অংশে বসানো হয়েছে একটি মাত্র কলম্বিয়ান পান্না, যেটির ওজন প্রায় ১৯.৩০ ক্যারেট। শিল্পীদের হাতেগড়া এই অমূল্য সম্পদটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ১৬০০ ঘণ্টা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement