Lip Care Tips

বোটক্স ছাড়াই পুরু ঠোঁট হবে প্রিয়ঙ্কার মতো, প্রসাধনী নয় প্রাকৃতিক পদ্ধতিগুলি জেনে রাখুন

পাউট ঠোঁট দেখে যতই মুগ্ধ হন না কেন, খরচার কথা ভাবলে পিছিয়ে আসতেই হয়। তবে তারকাদের মতো ঠোঁট পেতে বোটক্স করানোর দরকার নেই। অস্ত্রোপচার ছাড়াই তা সম্ভব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৮:৩৬
Share:

প্রিয়ঙ্কার মতো পাউট ঠোঁট পেতে কী কী করবেন? ছবি: সংগৃহীত।

প্রিয়ঙ্কা চোপড়া থেকে অনুষ্কা শর্মা, পুরু ফোলা ঠোঁটে এঁরা নজর কেড়েছেন। পাউট ঠোঁট দেখে যতই মুগ্ধ হন না কেন, খরচার কথা ভাবলে পিছিয়ে আসতেই হয়। তবে তারকাদের মতো ঠোঁট পেতে বোটক্স করানোর দরকার নেই। অস্ত্রোপচার ছাড়াই প্রাকৃতিক উপায়েও ফোলা, পুরু ঠোঁট পাওয়া সম্ভব। কী ভাবে তা জেনে নিন।

Advertisement

এক্সফোলিয়েশন

নিয়মিত স্ক্রাব করতে হবে ঠোঁটে। তা হলেই রক্ত সঞ্চালন বাড়বে। ঠোঁটও পুরু ও মসৃণ দেখাবে। তার জন্য মধু ও ব্রাউন সুগার নিয়ে ঠোঁটে আলতো করে মালিশ করুন ৫ মিনিট। কিছু ক্ষণ রেখে উষ্ণ জলে ধুয়ে ফেলুন।

Advertisement

নরম ও আর্দ্র ঠোঁটের জন্য

ঠোঁট নরম ও আর্দ্র রাখতে লিপ বাম নিয়মিত মাখতে হবে। বিশেষ করে রাতে শোয়ার আগে ঠোঁটে পুরু করে লিপ বাম লাগিয়ে নিতে হবে। বাজার থেকে কেনা লিপ বাম ব্যবহার না করাই ভাল। বাড়িতেই নারকেল তেল, আমন্ড বা অলিভ তেল দিয়ে বাম বানিয়ে নিন।

ঠোঁট পুরু দেখাতে

একটি পাত্রে ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। এ বার সেই মিশ্রণটি আপানার ঠোঁটে লাগিয়ে নিন। ১০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ভাল করে ঠোঁটটি ধুয়ে নিন। এই পদ্ধতি এক দিন অন্তর করতে পারেন টানা দু’সপ্তাহ।

অলিভ তেল বা পেট্রোলিয়াম জেলির মধ্যে এক চিমটে দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণ ভাল করে ঠোঁটে মালিশ করতে হবে।

পুদিনার তেলেও ভাল কাজ হবে। তবে পুদিনার তেল সরাসরি ঠোঁটে লাগাবেন না। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ভাল করে ঠোঁটে মালিশ করে নিন। সপ্তাহে দুই থেকে তিন বার করতে পারলেই প্রিয়ঙ্কা বা অনুষ্কার মতো পুরু, পেলব ঠোঁট পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement