tattoo

Bizarre: এক বছরের সন্তানের সারা শরীরে ট্যাটু! ট্রোলিংয়েও অবিচল ট্যাটু-ভক্ত মা

আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা, পেশায় পোশাক শিল্পী সামেইকা নিজের সারা শরীরেও করিয়ে ফেলেছেন অসংখ্য ট্যাটু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ১৭:০৬
Share:

ট্যাটু নিয়ে টালমাটাল নেট-দুনিয়া ছবি: সংগৃহীত

বরাবরই ট্যাটুর শখ আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা সামেইকা মরিসের। পেশায় পোশাক শিল্পী সামেইকা নিজের সারা শরীরেও করিয়ে ফেলেছেন অসংখ্য ট্যাটু। কিন্তু তাই বলে নিজের খুদে সন্তানের গায়ে ট্যাটু! সামেইকার কাণ্ড দেখে হতবাক অনেকেই।

Advertisement

ছবি: সংগৃহীত

বছর ঊনত্রিশের সামেইকা মা হয়েছেন ২০২১-এ। সন্তানের নাম রেখেছেন ট্রেলিন। সামেইকা নিজেই স্বীকার করেছেন ট্রেলিনের যখন ছ'মাস বয়স, তখন থেকেই তার গায়ে ট্যাটু করান তিনি। কখনও পেট, কখনও বা হাত-পা, ছোট্ট ট্রেলিনের গায়ে ফুটিয়ে তোলেন অদ্ভুত সব ছবি। ট্যাটু করতে সাহায্য করেন ট্রেলিনের মামাও। তবে এই সব ট্যাটুই অস্থায়ী। কাজেই ট্যাটু আঁকার সময় ব্যথাও হয় না, আবার ইচ্ছা অনুযায়ী তুলেও ফেলা যায়।

তবে ট্যাটু অস্থায়ী হলেও নেটমাধ্যমে বিষয়টি পছন্দ করেননি নেটাগরিকদের একাংশ। সামেইকা জানিয়েছেন সন্তানের ছবি নেটমাধ্যমে প্রকাশ করার পরই ভয়াবহ ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে তাঁকে। কেউ তাঁকে মা হিসেবে অযোগ্য বলেছেন, কেউ আবার বলেছেন এ ভাবে মানুষ করলে বড় হয়ে তাঁর সন্তান সমাজবিরোধী হয়ে উঠবে। তবে নেটাগরিকদের এ হেন কটাক্ষকে পাত্তা দিতে রাজি নন সামেইকা। তাঁর স্পষ্ট কথা, নিজেদের জীবন কেমন ভাবে কাটাবেন সেই সিদ্ধান্তও নেবেন তাঁরা নিজেরাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement