Scalp Acne

ঠান্ডায় কি মাথার ত্বকে ব্রণ হতে পারে? হলে কী ভাবে দেবেন সামাল?

বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেলেই এই ধরনের সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। তা ছাড়া রাসায়নিক উপাদান যুক্ত প্রসাধনীর মাত্রাতিরিক্ত ব্যবহারও এর অন্যতম কারণ। এই সমস্যা হলে কী সামাল দেবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৫
Share:

মাথার ত্বকে ব্রণ হলে কী করবেন? ছবি: সংগৃহীত।

ব্রণ ত্বকের গুরুতর সমস্যাগুলির মধ্যে একটি। ফলে ত্বকে এক বার ব্রণ দেখা দিলে সেটি তাড়াতে কালঘাম ছোটে। কিন্তু ব্রণ শুধু ত্বকে হয়, এই ধারণা একেবারেই ঠিক নয়। কারণ শীতে মাথার ত্বকেও হতে পারে ব্রণ। এই সমস্যাটি পরিচিতি ‘ফলিকিউলাইটিস’ নামে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেলেই এই ধরনের সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। তা ছাড়া রাসায়নিক উপাদান যুক্ত প্রসাধনীর মাত্রাতিরিক্ত ব্যবহারও এর অন্যতম কারণ। এই সমস্যা হলে কী সামাল দেবেন?

Advertisement

১) বিভিন্ন সংক্রমণ থেকে এমন হতে পারে। বিশেষ করে নিয়মিত অ্যাপ বাইকে যাতায়াত করলে হেলমেট ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়া জরুরি। কারণ একই হেলমেট অনেকেই ব্যবহার করেন। ফলে সংক্রমণ ছড়ানোর সুযোগ অনেক বেশি। তাই বাইরে থেকে ফিরেই শ্যাম্পু করে নিতে পারলে ভাল। তাতে সুরক্ষিত থাকা যাবে।

২) বেশি হিট চুলের জন্য একেবারেই ভাল নয়। অত্যধিক হারে ড্রায়ার, স্ট্রেটনারের ব্যবহার শুধু চুলের উপরই প্রভাব ফেলে না। মাথার ত্বকে নানা সমস্যার দেখা দেয়। ব্রণ তার মধ্যে অন্যতম। তাই এই ধরনের যন্ত্র যত কম ব্যবহার করা যায়, ততই ভাল।

Advertisement

৩) বেশি তেল ব্যবহার করলেও এমন সমস্যা হতে পারে। অনেকেই সারা রাত চুলে তেল মেখে রাখেন। এটা একেবারেই ভাল নয়। এতে মাথার ত্বকে তেলের উৎপাদন বেশি হয়। তাই তেল মাখার অন্তত ঘণ্টাখানেকের মধ্যে শ্যাম্পু করে নিতে পারলে। চুলও ভাল থাকবে। আর এই ধরনের সমস্যার ঝুঁকিও কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement