Skin Blemishes Tips

মুখচ্ছবি নষ্ট করেছে কালো দাগ! সমাধানের সহজ উপায় বাতলালেন শাহনাজ় হুসেন

মুখে কালো ছোপ! সমাধানের উপায় লুকিয়ে হেঁশেলে, বলছেন রূপচর্চা শিল্পী শাহনাজ় হুসেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৬:২৯
Share:
মুখে কালো  দাগ! সমাধান হেঁশেলেই? কী সেই উপকরণ?

মুখে কালো দাগ! সমাধান হেঁশেলেই? কী সেই উপকরণ? ছবি:ফ্রিপিক।

এটা-সেটা মেখেছেন। দাগছোপ দূর করার ক্রিমও বাদ রাখেননি। তবু মুখ জুড়ে কালো ছোপ পরিষ্কার হয়নি? এমন সমস্যার সমাধান বাতলালেন শাহনাজ় হুসেন।

Advertisement

বিশ্ব তাঁকে চেনে মহিলা শিল্পপতি হিসাবে। রূপচর্চার দুনিয়ায় তাঁর প্রসাধনীর কদরও যথেষ্ট। বহু বছর ধরে প্রাকৃতিক উপকরণে সৌন্দর্যচর্চার উপায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে চলেছেন তিনি। শাহনাজ় বলছেন, সমস্যার সমাধানের উপায় লুকিয়ে হেঁশেলেই।

মুখে কালো ছিটে দাগ, কালো গোল প্যাচের মতো দাগ থাকে অনেকেরই। খুব সাধারণ একটি সমস্যা। তবে চট করে তা সারে না। সমাজমাধ্যমে তারই ঘরোয়া টোটকা বাতলেছেন শাহনাজ়। বলছেন, পুদিনাপাতা বেটে মুখে মাখতে। একই সঙ্গে অবশ্য সানস্ক্রিন ব্যবহার করতেও বলেছেন তিনি।

Advertisement

পুদিনা ত্বকের জন্য কতটা উপকারী?

পুদিনাপাতায় রয়েছে ভিটামিন এ এবং সি। এ ছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। রকমারি খনিজও মেলে এতে। ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে ভিটামিন সি। ভিটামিন এ-ও ত্বকের জন্য ভাল। এতে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান। পুদিনাপাতা বেটে মাখলে, ত্বকের প্রদাহ, জ্বালাপোড়া ভাব কমে।

‘মলিকিউলার ডাইভার্সিটি প্রিজ়ারভেশন ইন্টারন্যাশনাল’ নামে সুইডেনের এক বায়োমেডিক্যাল গবেষণা সংস্থার জার্নালে ২০২২-এ প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে, পুদিনাপাতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট রোদের তাপে ক্ষতিগ্রস্ত ত্বককে রক্ষা করে। বলিরেখা দূর করে।

পুদিনা পাতার মাস্ক

শাহনাজ় হুসেনের বলা সমাধান ছাড়াও আরও নানা ভাবে ত্বকের পরিচর্যায় পুদিনা পাতা ব্যবহার করা যায়। কী ভাবে তৈরি করবেন পুদিনার মাস্ক?

পুদিনা এবং কলার মাস্ক: ১০-১২টি পুদিনাপাতা আধখানা কলার সঙ্গে মিক্সিতে ঘুরিয়ে নিন। মিশ্রণটি পরিষ্কার মুখে মেখে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। বলিরেখা কমিয়ে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে মাস্কটি।

মুলতানি মাটি এবং পুদিনা: ত্বকের ধরন তৈলাক্ত হলে, রোদে বেরিয়ে মুখে জ্বালা শুরু হলে এই প্যাকটি কাজে আসবে। ২ টেবিল চামচ মুলতানি মাটি জলে গুলে নিন। তার সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ পুদিনাপাতা বাটা।

শসা, পুদিনার মাস্ক: আধখানা শসা, ১০-১২টি পুদিনাপাতা মিক্সিতে ঘুরিয়ে নিন। যোগ করুন কয়েক ফোঁটা মধু। ত্বকের ঔজ্জ্বল্য বাড়তে, দাগছোপ দূর করতে সাহায্য করবে এটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement