জলের সঙ্গে অ্যাপ্ল সাইডার ভিনিগার মিশিয়ে আঙুল ডুবিয়ে রাখলে কী হবে জানেন? ছবি: ফ্রিপিক।
ঘন ঘন নেলপলিশ পরেন? সপ্তাহে দু’-তিন বার রং বদলেও পরেন? এমন অভ্যাসের ফলেই কিন্তু অনেকের নখে হলেদেটে দাগ হয়ে যায়। তার পর সাবান দিয়ে ঘষাঘষি করলেও তা যায় না। আবার অনেক সময় মুখে হলুদ মাখলেও নখ হলদেটে হয়ে যায়। চট করে উঠতে চায় না। এমন সমস্যার সমাধান মিলবে কী করে?
নখের দাগ তোলা, নখ পরিষ্কারে কিন্তু কাজে আসতে পারে অ্যাপ্ল সাইডার ভিনিগার। উষ্ণ জলে বেশ কিছুটা এই ভিনিগার মিশিয়ে নিন। তার পর পাঁচ থেকে ১০ মিনিট হাত ডুবিয়ে রাখুন। তার পরে দেখবেন জাদু। দাগছোপ উঠে যাবে। নখও পরিষ্কার হয়ে উঠবে। ভিনিগারে থাকা অ্যাসিড জাতীয় উপাদানের জন্যেই এটি হয়।
আর কোন উপায়?
১. মাজন দিয়েও নখ পরিষ্কার করতে পারেন। নখে মাজন লাগিয়ে নরম ব্রাশের সাহায্যে হালকা করে ঘষে নিন। এতে নখে জমা ময়লা, মৃত কোষ, দাগছোপ দূর হয়ে যাবে।
২. বেকিং সোডা জল দিয়ে গুলে ঘন মিশ্রণ তৈরি করুন। নখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তার পর নরম ব্রাশের সাহায্যে হালকা করে ঘষে নিন। বেকিং সোডাও দাগ তুলতে কার্যকর।
৩. নখের কোণে হলদে ছোপ পড়লে বা নেলপলিশ পরায় দাগ হলে কিছু দিন নখ বাড়তি যত্নে রাখুন। নখ পরিষ্কারের পাশাপাশি নখ কেটে ছোট করে নিতে পারেন। নখের উপরে জমা মৃত কোষ বা কিউট্কল পরিষ্কার করে নিলেও সমস্যার সমাধান হবে।