ছবি: সংগৃহীত
অনেকের চুল খুব উশকোখুশকো। বিশেষ করে শ্যাম্পু করার পর এই সমস্যা আরও বাড়ে। কন্ডিশনার লাগিয়েও সেই চুল বাগে আনা যায় না। উল্টে সমস্যা বাড়ে। তবে কিছু ঘরোয়া উপায় মেনে চললে এই রকম চুলও দিব্যি সামলে নেওয়া সম্ভব হবে।
নারকেল তেল
চুলের যত্নে নারকেল তেল সেই প্রাচীন কাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। শ্যাম্পু করার পর চুলের উশকোখুশকো ভাব কাটাতে নারকেল তেল দারুণ কাজ করে। প্রথমে হাতের তালুতে কয়েক ফোঁটা নারকেল তেল নিন। তারপর সেটা ভাল করে চুলের মধ্যে দিয়ে মাথার ত্বকে মালিশ করে নিন। বেশ খানিক ক্ষণ মালিশ করে রেখে দিন। চুল নরম ও মোলায়েম হবে।
অ্যাভোকাডো তেল
অ্যাভোকাডোর মধ্যে রয়েছে এমন উপাদান, যা চুলকে শক্তিশালী করে। এতে রয়েছে ভিটামিন ই ও ভিটামিন এ। চুলের স্বাস্থ্য ভাল রাখতে অ্যাভোকাডোর ভূমিকা গুরুত্বপূর্ণ। চুলের আর্দ্র ভাব আনতেও এর জুড়ি মেলা ভার। শ্যাম্পু করার পর এই তেল চুলের উশকোখুশকো ভাব সামলাতে সাহায্য করবে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।