Homemade Toner

মরসুম বদলের সঙ্গে বদলাচ্ছে ত্বকের ধরন, প্রয়োজন মতো টোনার বানিয়ে নিন বাড়িতেই

রোদের তাপে ত্বকে জ্বালা ধরছে? এসিতে থেকে রুক্ষ হয়ে যাচ্ছে মুখ? সমস্যার সমাধানে ত্বকের উপযোগী টোনার বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৯:১৭
Share:
ত্বকের উপযোগী টোনার বানিয়ে নিন বাড়িতেই। জেনে নিন কৌশল।

ত্বকের উপযোগী টোনার বানিয়ে নিন বাড়িতেই। জেনে নিন কৌশল। ছবি: ফ্রিপিক।

ক্লিনজ়িং এবং ময়েশ্চারাইজ়িয়ের মাঝের ধাপ হল হল টোনিং। পাতলা এই তরলের অনেক কাজ। ত্বকের পিএইচের মাত্রা বজায় রাখা থেকে ত্বকের ময়লা তুলে দেওয়া, ত্বক টানটান রাখা, ময়েশ্চারাইজ়ার এবং সিরাম শোষণে সাহায্য করা-সহ অনেক ভূমিকাই রয়েছে এর। ক্ষেত্র বিশেষে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য কের টোনার।

Advertisement

কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা মরসুম ভেদে কি ত্বকও ধরন বদলে যায়? শীতে ত্বক রুক্ষ হয়ে পড়ে, আবার গরমে উষ্ণ-আদ্র আবহাওয়ায় ঘামের ফলে ত্বক হয়ে যায় চটচটে? বদলে যাওয়া মরসুম, বদলে যাওয়া ত্বকের ধরন অনুযায়ী টোনার ব্যবহার করতে চাইলে বাড়িতেই তা বানিয়ে ফেলতে পারেন।

অ্যালো ভেরা এবং গোলাপ জল

Advertisement

রোদের তাপে মুখে জ্বালা ধরছে? গরমকালের কার্যকর টোনার হতে পারে এটি। ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে আধ কাপ গোলাপ জল মিশিয়ে নিন। মিশ্রণটি স্প্রে বোতলে ভরে রাখুন। মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর শুকনো মুখে টোনার স্প্রে করুন। সেটি মুখে বসতে দিন। ত্বকের জ্বালা, চুলকানি ভাব কমাতে টোনারটি সাহায্য করবে। ত্বককে আর্দ্রতা জোগাবে এই টোনার। শুষ্ক বা সাধারণ, যে কোনও ত্বকেই এটি ব্যবহার করা যাবে।

ডাবের জল এবং গোলাপ জল

সমপরিমাণ ডাবের জল এবং গোলাপ জল মিশিয়ে টোনার বানিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। ডাবের জল দাগছোপ দূর করে। গোলাপ জল তরতাজা ভাব আনে। রুক্ষ ত্বকে আর্দ্রতা জোগাবে এই টোনার। ত্বক টানটান রাখবে।

টি-ট্রি অয়েল এবং অ্যালো ভেরা

তৈলাক্ত ত্বক যাঁদের তাঁদের গরমকালে বিশেষ সমস্যায় পড়তে হয়। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার জন্য ত্বক আরও বেশি তৈলাক্ত হয়ে পড়ে। কারও কারও ব্রণের সমস্যাও দেখা দেয়। ত্বকের ছোটখাটো সংক্রমণ দূর করতে সাহায্য করে টি-ট্রি অয়েল। ১/৪ কাপ অ্যালো ভেরার রসের সঙ্গে কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। ব্রণের সমস্যা থাকলে এই টোনার কাজে আসবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement