Travel Make Up Tips

প্রসাধনীর বাহুল্য নেই, ঠোঁটে শুধু লিপ বাম, বেড়াতে গিয়ে কৃতি শ্যাননের মতো সাজবেন কী ভাবে?

বিদেশে বেড়ানোর ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন বি-টাউনের অভিনেত্রী কৃতি শ্যানন। নামমাত্র প্রসাধনীতেই তাঁর রূপ নজর কেড়েছে সকলের। কৃতির মতো কী ভাবে সাজবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৩:৩৯
Share:
অভিনেত্রী কৃতি শ্যানন বেড়াতে গিয়ে এমন ভাবেই সেজেছেন।

অভিনেত্রী কৃতি শ্যানন বেড়াতে গিয়ে এমন ভাবেই সেজেছেন। ছবি: ইনস্টাগ্রাম।

রৌদ্রোজ্জ্বল দিনে ঘাসের উপর গালিচায় শুয়ে সেল্‌ফি তুলছেন কৃতি শ্যানন। পিছনে সুন্দর প্রকৃতি, আর সেখানেই নিজের রূপে উজ্জ্বল অভিনেত্রী। মেকআপের বাড়াবাড়ি নেই, টানা আইলাইনার নেই, এমনকি গাঢ় লিপস্টিকও নেই। তবুও তাঁকে দেখাচ্ছে ভীষণ সুন্দর।

Advertisement

জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কৃতি শ্যাননের অভিনয়ের পাশাপাশি চর্চিত তাঁর সৌন্দর্য এবং ফিটনেস। অতীতে সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, বাজারচলতি প্রসাধনীর চেয়ে ত্বকের যত্নে তিনি ঘরোয়া উপকরণে ভরসা রাখেন। গোলাপজল, গ্লিসারিন দিয়ে টোনার বানিয়ে নেন তিনি।

নিয়মিত রূপচর্চায় ত্বক সুন্দর হয়। তবে বেড়াতে গিয়েও যে ‘নো মেকআপ লুকে’ সকলের নজর কাড়া যায়, সেটাই দেখিয়েছেন কৃতি।

Advertisement

রূপচর্চা শিল্পীদের অনেকেই বলেন, ত্বক যদি সুন্দর, উজ্জ্বল হয়, মেকআপ সেই ত্বককে আরও সুন্দর দেখাতে সাহায্য করে। তাই নিয়মিত যত্ন নেওয়া জরুরি। মেকআপ শুরুর আগে তার প্রস্তুতিও থাকে। ঢেকে ফেলতে হয় ত্বক ছোটখাটো খুঁত।

মুম্বইয়ের ত্বকের চিকিৎসক উজ্জ্বলা যাদবের কথায়, বেড়াতে গেলেও ত্বকের যত্ন খুব জরুরি। ত্বক যাতে শুষ্ক না হয়ে যায় সে জন্য হায়ালুরোনিক অ্যাসিড, সেরামাইডস জাতীয় সিরাম বা ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা যেতে পারে। এগুলি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। তাঁর পরামর্শ, দীর্ঘ উড়ানযাত্রায় বা বেড়াতে গিয়ে রাতে বিশ্রামের সময় মাস্ক ব্যবহারের। এতে ত্বক ভিতর থেকে ভাল থাকবে। পাশাপাশি সানস্ক্রিন ব্যবহার জরুরি।

তবে ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি বেড়াতে বেরোনোর আগে নায়িকাদের মতো ‘নো মেকআপ লুক’ কিংবা একদম হালকা মেকআপেও ভরসা রাখতে পারেন। কী ভাবে সাজবেন কৃতির মতো?

প্রাইমার বা বিবি ক্রিম: যদি চান দীর্ঘ সময় মুখে মেকআপ থাকুক তা হলে প্রাইমার ব্যবহার জরুরি। প্রাইমার শুধু মেকআপ দীর্ঘস্থায়ী করে না, অমসৃণ ত্বকের অসমান ভাব, ব্রণের ফলে হওয়া উন্মুক্ত ছিদ্র ঢেকে দিতেও সাহায্য করে। তবে যদি একেবারেই হালকা মেকআপ চান তা হলে মাখতে পারেন বিবি ক্রিম। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষার জন্য অনেক বিবি ক্রিমেই ‘এসপিএফ’ থাকে। তেমনই কোনও একটি ক্রিম বেছে নিতে পারেন।

ব্লাশ: ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন ব্লাশ। বিশেষত ঠান্ডা কোনও জায়গায় বেড়াতে গেলে ব্যবহার করতে পারেন ক্রিম ব্লাশ। তবে ত্বক বেশি তৈলাক্ত হলে আর উষ্ণ এবং আর্দ্র জায়গায় ভ্রমণের পরিকল্পনা থাকলে পাউডার ব্লাশও ব্যবহার করতে পারেন।

চোখের মেকআপ: চোখের মেকআপও কম গুরুত্বপূর্ণ নয়। তবে ‘নো-মেকআপ লুক’ চাইলে কাজল ব্যবহার করুন চোখের নীচের অংশে ‘ওয়াটার লাইনে’। আইলাইনার ব্যবহারের বদলে কাজল পেনসিল বুলিয়ে নিতে পারেন চোখের উপরের দিকে ‘আপার ল্যাশলাইনে’।

লিপ গ্লস: হালকা রঙের লিপ বাম অথবা লিপ গ্লসও ব্যবহার করা যেতে পারে লিপস্টিকের বদলে। বিশেষত দিনের বেলা বেড়ানোর পরিকল্পনা থাকলে ন্যুড লিপস্টিক ভাল। শীতের জায়গায় বেড়াতে গেলে সেমি ম্যাট লিপস্টিক বেছে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement