Cuticle Oil

হাতের নখ একটু বড় হলেই ভেঙে যাচ্ছে? বাড়িতে তৈরি ‘কিউটিকল অয়েল’-এই সমাধান হতে পারে

নখ একটু বড় করতে গেলেই ভেঙে যায়। শীতে আবার নখের চারপাশ থেকে ক্রমাগত ছাল উঠতে থাকে। সালোঁয় গিয়ে ম্যানিকিয়োর করানোর পর কিউটিকল অয়েল মাখলে কিছু দিন ঠিক থাকে। তার পর আবার যে কে সেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ১৯:৫৮
Share:

কিউটিকল অয়েল কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলা যায়। ছবি: সংগৃহীত।

ঘরে-বাইরে কাজ সামাল দিতে গিয়ে নখের দিকে তাকানোর একদম সময় হয় না। কোথাও যাওয়ার আগে নেলপলিশ দিয়ে খুঁত ঢেকে তৎক্ষণাৎ কাজ চালিয়ে নেন বটে, তবে তাতে নখের যত্ন নেওয়া হয় না। কয়েক দিন পর নখ থেকে নেলপলিশের রং উঠে গেলেই নখের উপরকার হলদেটে ছোপ বেরিয়ে পড়ে। নখ একটু বড় করতে গেলেই ভেঙে যায়। শীতে আবার নখের চারপাশ থেকে ক্রমাগত ছাল উঠতে থাকে। সালোঁয় গিয়ে ম্যানিকিয়োর করানোর পর কিউটিকল অয়েল মাখলেই কিছু দিন ঠিক থাকে। তার পর আবার যে কে সেই। তবে এই কিউটিকল অয়েল কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলা যায়।

Advertisement

‘কিউটিকল অয়েল’ তৈরি করতে কী কী লাগবে?

কাঠবাদামের তেল: ২ টেবিল চামচ

Advertisement

ভিটামিন ই ক্যাপসুল: ২টি

ল্যাভেন্ডার অয়েল: ১ টেবিল চামচ

রোজ়হিপ অয়েল: ১ টেবিল চামচ

পদ্ধতি

১) প্রথমে পরিষ্কার কাচের শিশিতে পরিমাণ মতো অয়েলগুলি নিয়ে নিন।

২) এ বার ভিটামিন ই ক্যাপসুল ভেঙে তার নির্যাস দিয়ে দিন।

৩) ভাল করে মিশিয়ে নিন। রাতে শুতে যাওয়ার আগে নখ ও তার চারপাশে ভাল করে মেখে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement