ছবি: সংগৃহীত।
শ্যাম্পু করার পরেই চুল হয়ে যায় সিল্কের মতো মৃসণ। আয়নার সামনে দাঁড়িয়ে চুলের মধ্যে আঙুল চালাতে গিয়ে নিজেরই মুখ রাঙা হয়ে যায় অনেক সময়ে। তবে অনেকেই হয়তো জানেন না, চুলের এই মসৃণতার নেপথ্যে রয়েছে বেশ কিছু ক্ষতিকর রাসায়নিক। যা দীর্ঘ দিন ব্যবহারে চুলের তো বটেই, মাথার ত্বকেরও ক্ষতি হয়। বাজারে নানা ধরনের দামি ‘কেমিক্যাল ফ্রি’ শ্যাম্পু পাওয়া যায়। সেই সব শ্যাম্পু আদৌ কতটা নিরাপদ, সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। তাই সাত-পাঁচ না ভেবে সামান্য খরচেই কিন্তু সম্পূর্ণ রাসায়নিক মুক্ত শ্যাম্পু তৈরি করে ফেলা যায়। কী ভাবে তৈরি করবেন সেই শ্যাম্পু? রইল পদ্ধতি।
রাসায়নিক ছাড়া শ্যাম্পু তৈরি করতে কী কী লাগবে?
রিঠা গুঁড়ো: ২ টেবিল চামচ
শিকাকাই গুঁড়ো: ২ টেবিল চামচ
আমলকি গুঁড়ো: ৩ টেবিল চামচ
মেথি গুঁড়ো: ১ টেবিল চামচ
কারিপাতা গুঁড়ো: ১ চা চামচ
পেঁয়াজের গুঁড়ো: ১ চা চামচ
গোলাপ জল: পরিমাণ মতো
পদ্ধতি:
১) প্রথমে বড় একটি পাত্রে দু’কাপ জল ফুটতে দিন।
৩) জল ফুটতে শুরু করলে সব উপাদান তার মধ্যে দিয়ে ঘণ্টা দুয়েক ধরে ফুটতে দিন।
৪) ফুটতে ফুটতে জল কমে এলে একেবারে শেষে ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিন গোলাপ জল।
৫) ভাল করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হলে কাচের শিশিতে ভরে রাখুন।