—প্রতীকী ছবি।
বলিরেখা পড়ার মতো বয়সে পৌঁছনোর আগেই মুখের চামড়া ঝুলে যাচ্ছে। আগের মতো টান টান ভাবটাও নেই। ঘরোয়া টোটকা ব্যবহার করেও সমস্যার সমাধান না হলে ইদানীং কৃত্রিম বোটক্স চিকিৎসা করিয়ে থাকেন অনেকে। তবে শুধু বলিরেখা নয়, মুখের অবাঞ্ছিত দাগ দূর করতেও ম্যাজিকের মতো কাজ করে এই চিকিৎসা। এই চিকিৎসা যথেষ্ট খরচসাপেক্ষ। তাই সকলের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। তবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি বিশেষ ক্রিম একই রকম ভাবে কাজ করতে পারে। সেই ক্রিম তৈরি করা বিশেষ কঠিন কাজ নয়। কী কী লাগবে জানেন?
উপকরণ:
বিট: ১টি
কর্নস্টার্চ: ২ টেবিল চামচ
জল: আধ কাপ
কাঠবাদামের তেল: ২ টেবিল চাম
—প্রতীকী ছবি।
পদ্ধতি:
১) প্রথমে বেন্ডারে বিট মিহি করে বেটে নিন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন।
২) এ বার কড়াইতে জল গরম করুন। তার মধ্যে বিট সেদ্ধ করে নিন।
৩) এর মধ্যে দিয়ে দিন কর্নস্টার্চ।
৪) সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন।
৫) মিনিট ১৫ পর মিশ্রণটি ঘন হলে গ্যাস বন্ধ করে দিন।
৬) পুরো মিশ্রণ ঠান্ডা হলে তার মধ্যে কাঠবাদাম তেল বা নারকেল তেল মিশিয়ে নিতে পারেন।
৭) এ বার ওই মিশ্রণটি বায়ুরোধী কোনও কাচের শিশির মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। তবে পরিমাণে খুব বেশি বানাবেন না। যাতে এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়, তেমন পরিমাণেই ক্রিম তৈরি করুন।