Alia Bhatt

Alia Bhatt: সামনেই বিয়েবাড়ি? এ বার সেজে উঠুন আলিয়ার সাজে

আলিয়ার ‘নো-মেকআপ’ সাজের রহস্য ফাঁস করলেন রূপটান শিল্পী মেহক ওবেরয়। কী ভাবে আপনিও বাড়িতে হালকা মেকআপ করবেন, রইল তার হদিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০১
Share:

সাজ হবে এমন যাতে বোঝা না যায় কোনও প্রসাধনী ব্যবহার করা হয়েছে। ছবি: সংগৃহীত

‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির প্রচারে সাদা রঙের শাড়িতে আলিয়া ভট্টের সাবেকি সাজ নিয়ে ইদানীং নেটমাধ্যমে চর্চার শেষ নেই। আলিয়ার এই সাজপোশাকে তাঁর ভক্তমহল দারুণ মুগ্ধ।

Advertisement

সাজ হবে এমন যাতে বোঝা না যায় কোনও প্রসাধনী ব্যবহার করা হয়েছে। দেখে যেন মনে হয় ত্বক এতই সুস্থ যে ভিতর থেকে উজ্জ্বল আভা ঠিকরে বেরোচ্ছে। আলিয়া সেই পথেই হাঁটেন। তাঁর মেকআপও সে ভাবেই করা হয় সব সময়। আলিয়ার এই ‘বিনা প্রসাধনী’র উজ্জ্বল সাজের রহস্য ফাঁস করলেন রূপটান শিল্পী মেহক ওবেরয়। আলিয়া, মলাইকা অরোরা, শনয়া কপূরের মতো আরও অনেক বলিউড অভিনেত্রীর সঙ্গেও কাজ করেছেন মেহক। খুব সহজে কী ভাবে আপনিও বাড়িতে আলিয়ার মতো উজ্জ্বল, ঝকঝকে ‘বিনা মেকআপ’-এর সাজ তৈরি করতে পারবেন, মেহক তারই হদিশ দিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে।

১) মেকআপ করার আগে ত্বকের যত্ন নিতে ভুলবেন না। ময়শ্চারাইজার ব্যবহার করা ভীষণ জরুরি। এতে ত্বকের আর্দ্রভাব বজায় থাকে। ত্বক উজ্জ্বল দেখায়।

Advertisement

প্রতীকী ছবি

২) মেকআপের সময়ে সারা মুখ জুড়ে কনসিলার লাগাবেন না কখনই। মুখে কোনও দাগছোপ থাকলে শুধু সেখানেই কলসিলার ব্যবহার করবেন। চোখের তলায় কালি পড়লে তা ঢাকার জন্য সে সব স্থানে ভাল করে কলসিলার লাগান।

৩) আলিয়ার মতো গোলাপি গাল পেতে মেহক তরল ব্লাশ ব্যবহর করার পরামর্শ দেন। এই প্রকার ব্লাশ খুব সহজেই ত্বকের সঙ্গে মিলিয়ে যায়। ফলে মেকআপ চড়া মনে হবে না কখনই।

৪) মেহকের মতে, সারা মুখে ফেস পাউডার বা কমপ্যাক্ট পাউডার ব্যবহার করবেন না। যে সব স্থানে কনসিলার লাগিয়েছেন সেখানেই কমপ্যাক্ট পাউডার লাগান। অতিরিক্ত কমপ্যাক্ট পাউডার ব্যবহার করলে ত্বক শুষ্ক দেখায়।

৫) সবশেষে মেকআপ ফিক্সার স্প্রে ব্যবহার করতে ভুলবেন না যেন। মেকআপ দীর্ঘক্ষণ ধরে রাখার পাশাপাশি, এটি ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement