Tips from Celebrity Hair Stylist

সালোঁয় গিয়ে স্পা করান? তা কতটা কাজের, কী বলছেন নীতা অম্বানীর কেশসজ্জা শিল্পী

রুক্ষ চুলে জেল্লা আনতে কী করা দরকার? চুল নিয়ে পরামর্শ দিলেন বলিউডের তারকাদের কেশসজ্জা শিল্পী অমিত ঠাকুর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৩:২২
Share:
চুলের পরিচর্যা নিয়ে কী বলছেন নীতা অম্বানীর কেশসজ্জা শিল্পী?

চুলের পরিচর্যা নিয়ে কী বলছেন নীতা অম্বানীর কেশসজ্জা শিল্পী? ছবি: সংগৃহীত।

রুক্ষ কেশ। চুলও ঝরছে। এমনই হাল দেখে সালোঁয় কর্মীরা পরামর্শ দিলেন স্পা করার। জানালেন, কেরাটিন, বোটক্স-সহ নানা রকম চিকিৎসার কথা। কিন্তু মুশকিল হল, বিষয়গুলি সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে, তার ফলাফল সম্পর্কেও নিশ্চিন্ত হওয়া যায় না। তৈরি হয় ধন্দ।

Advertisement

সালোঁয় গিয়ে চুলের স্পা করালে ঠিক কোন উপকার হয়? চুল ঝরা বন্ধ হয়, না কি কেরাটিন ট্রিটমেন্ট ভাল? এমন সব প্রশ্ন থাকে অনেকের মনেই। এ বার সেগুলির উত্তর দিলেন কেশসজ্জা শিল্পী অমিত ঠাকুর।

বি টাউনে তিনি চর্চিত নাম। ধনকুবের মুকেশ অম্বানীর ঘরনি নীতা অম্বানী সাজগোজ করেন অমিতের কাছে। আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কইফ, প্রিয়ঙ্কা চোপড়া— কে কেশসজ্জা করেননি তাঁর কাছে! বি টাউনের তারকা মহলে অত্যন্ত জনপ্রিয় তিনি।

Advertisement

সমাজমাধ্যমেও কেশসজ্জা শিল্পীর অনুরাগী কম নেই অমিতের। তাঁদের জন্যও মাঝেমধ্যে মূল্যবান পরামর্শ ভাগ করে নেন তিনি। ঠিক যেমন তিনি জানিয়েছেন, চুলে স্পা করলে কোন উপকার হয় আর কোনটি হয় না।

নীতা অম্বানির কেশসজ্জা শিল্পী অমিত ঠাকুর।

অমিত বলছেন, ‘‘চুলের স্পা বিভিন্ন ধাপের একটি চিকিৎসা পদ্ধতি। এতে মাথার ত্বক থেকে চুল সবই পুষ্টি পায়, সুন্দর এবং মসৃণ হয়ে ওঠে।’’ তা হলে কি রুক্ষ চুলের যত্নে স্পা করাই সমাধান? কেশসজ্জাশিল্পীর কথায়, সালোঁয় গেলে রুক্ষ চুলের পরিচর্যায় স্পা করার কথা বলা হয় ঠিকই, তবে এই সমাধান কিন্তু সাময়িক।

চুল ঝরার সমস্যাতেও অনেকে স্পা করান। অমিত বলছেন, ‘‘স্পা কিন্তু এই সমস্যার সমাধান করে না। তবে স্পা মাথার ত্বক গভীর ভাবে পরিষ্কার করে আর্দ্রতা জোগাতে সাহায্য করে। ভবিষ্যতে চুল গজানোর জন্য তা সহায়ক হতে পারে। তবে সরাসরি চুল পড়া এতে বন্ধ হয় না।’’

তা হলে কেন স্পা করাবেন?

রুক্ষ চুলকে মসৃণ এবং সুন্দর করে তুলতে সাহায্য করে স্পা। ক্রিম মাসাজের ফলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয়। অমিতের কথায়, চুলের জন্য রাসায়নিক নির্ভর অন্যান্য চিকিৎসা পদ্ধতির চেয়ে স্পা করা তুলনামূলক ভাবে ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement