Nail

Nail Extension: নেল এক্সটেনশন করতে যাওয়ার সময় পাচ্ছেন না? কম খরচে বাড়িতেই করুন রূপচর্চা

নেল এক্সটেনশন করাতে চান, অথচ পার্লারে যাওয়ার সময় না থাকলে কয়েকটি উপায় জেনে নিয়ে বাড়িতেই তা করে নিতে পারেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২২ ২০:০৬
Share:

আজকাল ‘নেল এক্সটেনশন’ পদ্ধতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মহিলাদের মধ্যে। ছবি: সংগৃহীত

হাতের নখ সুন্দর করে সাজাতে চান সকলেই। কিন্তু অফিস থেকে বাড়ি— যাবতীয় প্রাত্যাহিক কাজ করতে যেহেতু একমাত্র হাতই ভরসা, তাই সব সময়ে হাতের পরিচর্যা করা সম্ভব হয় না। তা ছাড়া, নানা ব্যস্ততায় সব সময়ে পার্লারে যাওয়ার সময় করেও উঠতে পারেন না অনেকে। আজকাল ‘নেল এক্সটেনশন’ পদ্ধতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মহিলাদের মধ্যে। কিন্তু এটি করতে সময় লাগে। তবে সঠিক পদ্ধতি জানলে বাড়িতেও করতে পারেন।

Advertisement

প্রথমে ভাল করে নখ পরিষ্কার করে নিন। নখের ভিতরে এবং বাইরে যেন ময়লা না থাকে। অনেক সময়ে নখে অর্ধেক ওঠা নেলপলিশ থেকে যায়। নেলপলিশ রিমুভার দিয়ে সেগুলি ভাল করে পরিষ্কার করে নিন।

২) নখ পরিষ্কার করা হয়ে গেলে নখের উপর নেলপলিশের প্রথম প্রলেপটি দিন।

Advertisement

৩) নেল এক্সটেনশেন যখন করাবেন ভেবেছেন, তখন বাড়িতে নিশ্চয়ই নকল নখ এবং ইউভি ল‍্যাম্প রয়েছে। না থাকলে অনলাইনে তা কিনে নিতে পারেন।

৪) নখ পরিষ্কারের পরেই শুরু হবে এক্সটেনশনের প্রক্রিয়া। সে ক্ষেত্রে নকল নখগুলি ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

৫) এ বার নিজের নখের সঙ্গে সামঞ্জস‍্য রেখে নকল নখগুলি তার উপরে বসিয়ে দিন।

৬) ফিলার দিয়ে নকল নখগুলি সমান মাপে করে নিন।

৭) নকল নখের উপর একেবার স্বচ্ছ রঙের নেলপলিশের একটি স্তর লাগান।

৮) এ বার প্রায় ৪০ মিনিট হাত ইউভি ল্যাম্পের নীচে রাখতে হবে। তার পর নখে নেলপলিশ পরতে হবে।

৯) নেলপলিশ পরার পর আবারও ইউভি ল্যাম্পের নীচে রাখতে হবে নখ। ব্যস তা হলেই আপনার নেল এক্সটেনশেন প্রক্রিয়া শেষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement