ক্যাটরিনার মতো ‘নো মেকআপ’ লুক পেতে কী করবেন? ছবি: সংগৃহীত।
মাঘ মাস পড়ল মানেই একের পর এক নিমন্ত্রণের পালা। রাতে না হয় জমকাল শাড়ির সঙ্গে তেমন ভাবেই সাজবেন। কিন্তু সকালে আয়বুড়ো ভাত বা গায়ে হলুদের অনুষ্ঠানের সাজ তো খুব গাঢ় হবে না। এখন আবার ‘নো মেকআপ’ লুকের চল। তাই শাড়ির সঙ্গে মানানসই অথচ সুন্দর স্নিগ্ধ মেকআপের সুলুক সন্ধান দিচ্ছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
হালকা শিফন, অরগ্যানজ়া বা জরজেটের শাড়ির সঙ্গে ক্যাটরিনার মতো ‘নো মেকআপ’ লুক পেতে কী করবেন?
১) ত্বক অনুযায়ী ভাল ক্লিনজ়ার বেছে নিয়ে প্রথমেই ভাল করে মুখ পরিষ্কার করে নিন।
২) এর পর মুখে ছড়িয়ে নিন গোলাপ জল বা টোনার। চাইলে একটু বরফও ঘষে নিতে পারেন।
৩) ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজ়ার বা সানস্ক্রিন লাগিয়ে নিন।
৪) যদি মুখে দাগ, ছোপ থাকে, তা ঢাকা দেওয়ার জন্য শুধুমাত্র ওই জায়গাগুলিতে বিন্দু বিন্দু করে মেখে নিন কনসিলার।
৫) ভাল মানের কমপ্যাক্ট বা প্রেসড পাউডার মেখে নিন।
৬) চোখে সরু লাইনার, পাতায় মাস্কারা এবং কাজলের ছোঁয়া থাকতেই পারে।
৭) গালে ব্লাশের বদলে মাখতে পারেন ক্রিম টিন্ট।
৮) ঠোঁটে লিপস্টিকের বদলে ক্যাটরিনার পছন্দ ‘নিউড’ রঙের লিপগ্লজ়।
৯) চাইলে গাল, নাক এবং চিবুকে সামান্য হাইলাইটার মেখে নিতে পারেন।
১০) সব শেষে ভাল করে মেকআপ বসার জন্য স্প্রে করে নিলেই একদম তৈরি।