ভাল মেকআপের জন্য প্রয়োজন পরিষ্কার মেকআপ ব্রাশ। ছবি: সংগৃহীত।
মেকআপ ব্রাশ নিয়মিত পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। কারণ এতে জমে থাকা ময়লা, ব্যাক্টেরিয়া এবং তেল থেকে ত্বকের সমস্যা, ব্যাক্টেরিয়া সংক্রমণ হতে পারে।
কত বার ব্রাশ পরিষ্কার করা উচিত?
প্রতিদিন: মেকআপ ব্রাশ প্রতিদিন পরিষ্কার করা প্রয়োজন। বিশেষত, ‘ক্রিম’, তেল, ‘ফাউন্ডেশন’, ‘লিপস্টিক’ ইত্যাদি পণ্য ব্যবহার করা হয়, এই ধরনের ব্রাশ এবং স্পঞ্জ প্রত্যহ পরিষ্কার করা উচিত, যাতে ময়লা, তেল জমে ত্বকের ক্ষতি না হয়।
সপ্তাহে এক বার: পাউডার জাতীয় পণ্য ব্যবহার করা হয়, এমন ব্রাশগুলি (যেমন ‘ব্লাশ’, ‘ব্রোঞ্জার’, বা ‘আইশ্যাডো’) সপ্তাহে এক বার পরিষ্কার করা উচিত।
ভাল ভাবে পরিষ্কার: মাসে অন্ততপক্ষে এক বার মেকআপের ব্রাশগুলি ভাল ভাবে পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন।
মেকআপ স্পঞ্জের তেল ময়লা ধুয়ে ফেলা ত্বকের জন্য স্বাস্থ্যকর। ছবি: সংগৃহীত
মেকআপ ব্রাশ পরিষ্কার করার পদ্ধতি:
উপকরণ:
১) মৃদু শ্যাম্পু বা ব্রাশ ক্লিনজার
২) হালকা গরম জল
৩) পরিষ্কার তোয়ালে
৪) একটি ছোট বাটি
পদ্ধতি:
১) ব্রাশগুলি হালকা গরম জলে ভিজিয়ে রাখতে হবে। ব্রাশের গায়ে লেগে থাকা পণ্য আলতোভাবে ব্রাশ থেকে আলগা হয়ে এলে পরিষ্কার করতে সুবিধা হবে।
২) এ বার, ব্রাশের উপরে মৃদু শ্যাম্পু বা অল্প পরিমাণ ব্রাশ-ক্লিনজার ব্যবহার করতে হবে, যাতে ব্রাশে উপস্থিত সব মেকআপ পণ্য ভাল ভাবে পরিষ্কার হয়ে যায়।
৩) ব্রাশগুলি আলতো করে ঘষে পরিষ্কার করতে হবে, যাতে ময়লা এবং মেকআপের পণ্য ব্রাশ থেকে সম্পূর্ণ ভাবে আলগা হয়ে যায়।
৪) সব শেষে ব্রাশগুলি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। খেয়াল করা দরকার, ব্রাশ ধোয়ার সময়ে যেন ব্রাশ থেকে সব তেল এবং মেকআপ পণ্য বেরিয়ে যেতে পারে।
৫) ধোয়া হয়ে গেলে ব্রাশগুলি একটি পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে চাপ দিয়ে শুকিয়ে নিতে হবে।
৬) ব্রাশের আকার ঠিক থাকার দিকে যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। প্রতি বার ধোয়ার পর লক্ষ্য করতে হবে, ব্রাশগুলি যেন তার নিজস্ব আকারে ফিরে যেতে পারে। সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত ব্রাশগুলিকে সমতল ভাবে রাখতে হবে যাতে সেগুলি তার নিজস্ব আকার বজায় রাখতে পারে।
নিয়মিত মেকআপ ব্রাশ পরিষ্কার করা ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে এবং এতে ব্রাশগুলিও অনেক দিন ব্যবহার করা যায়।