Eye Makeup Tips

নিখুঁত কাজল পরবেন কী ভাবে? জেনে রাখুন সহজ কিছু টিপ্‌স

ঘরোয়া সাজগোজ থেকে পার্টি মেকআপ, যে ভাবেই আপনি সাজুন না কেন, কাজল ছাড়া সাজ অসমাপ্ত। আর সঠিক কাজলটি বেছে নেওয়াও জরুরি। কী ভাবে নিখুঁত কাজল পরবেন তা-ও জেনে রাখা জরুরি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ২২:৫৯
Share:
Here are some tips for perfecting your eye makeup

কাজল পরার নিয়মকানুন জেনে রাখুন। ছবি: ফ্রিপিক।

প্রতি দিনের সাজগোজে কাজল ছাড়া ভাবাই যায় না। যিনি মেকআপের ধারপাশ দিয়েও হাঁটেন না, তিনিও কোথাও বেরোনোর আগে কাজলে অবশ্যই চোখ এঁকে নেন। ঘরোয়া সাজগোজ থেকে পার্টি মেকআপ, যে ভাবেই আপনি সাজুন না কেন, কাজল ছাড়া সাজ অসমাপ্ত। আর সঠিক কাজলটি বেছে নেওয়াও জরুরি। বাজারে ওয়াটারপ্রুফ, স্মাজ প্রুফ থেকে শুরু করে নানা ধরনের কাজল পাওয়া যায়। কিন্তু জানেন কি, আপনি কাজল কী ভাবে লাগাচ্ছেন, তার উপর অনেক কিছু নির্ভর করবে।

Advertisement

কাজল পরার নিয়ম

১) কাজল পরার সময় টেবিলের উপর কনুইয়ের ভর দিন। হাত কাঁপবে না।

Advertisement

২) যে চোখে কাজল পরছেন, সেই চোখ হালকা হাতে টেনে ধরুন। স্ট্রোক দিতে সুবিধে হবে।

৩)কাজল কখনও এক টানে পরবেন না। ছোট ছোট ধাপে পরাই সবচেয়ে ভাল।

৪) চোখের নীচের পাতার বাইরের দিকের কোণা থেকে কাজল পরা শুরু করুন। তাতে রং গাঢ় করতে পারবেন।

৫)আপনার চোখ যদি ছোট হয়, ভিতরের দিকের কোণায় কাজল পরবেন না। তাতে চোখ আরও ছোট দেখাতে পারে।

৬) স্মোকি ভাব আনতে ব্রাশ দিয়ে হালকা করে স্মাজ করে দিতে পারেন।

৭) ইচ্ছে হলে চোখের উপরের পাতাতেও আই লাইনারের বদলে কাজল পরতে পারেন। তাতে চোখের পাতা অনেক বেশি ঘন আর কালো দেখাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement