Hair Care Tips

Short hairstyles: গরমে চুল ছোট করে কেটে ফেলেছেন? কী ভাবে কায়দা করবেন ভেবেই নাজেহাল

ছোট চুলে কায়দা করা যায় না, এমন ধারণা ভুল। কায়দা জানলেই হল! কাঁধ পর্যন্ত চুল নিয়েও অনায়াসে যে কোনও সাজে সেজে উঠতে পারেন আপনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১৯:১৬
Share:

ছোট চুলে কায়দা করা যায় না, এমন ধারণা ভুল। ছবি: সংগৃহীত

গরমের দিনে চুলের নানা সমস্যায় কমবেশি সবাই ভোগেন। চুলে ঘাম বসে চুলের বারোটা বাজে। আর এই কারণেই অনেকেই এই সময় চুল ছোট করে কেটে ফেলতেই স্বচ্ছন্দ বোধ করেন। তবে ছোট চুল করে দিলেও সমস্যা কমে না। কোনও পার্টি কিংবা বিয়েবাড়িতে গেলে কোন কায়দায় চুল বাঁধবেন সেই ভেবেও নাজেহাল হতে হয়।

ছোট চুলে কায়দা করা যায় না, এমন ধারণা ভুল। কায়দা জানলেই হল! কাঁধ পর্যন্ত চুল নিয়েও অনায়াসে যে কোনও সাজে সেজে উঠতে পারেন আপনি।

Advertisement

ছোট চুলের সাজে কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

Advertisement

১) চুলের সাজের জন্য নানা রকম টুকিটাকিই আপনার মুশকিল আসান হতে পারে। বিভিন্ন রকম হেয়ার পিন, হেয়ার ব্যান্ড, স্ক্রানচিজ দিয়েই সেজে উঠুন।

২) ছোট চুল চোখের সামনে এসে যায় বলে অনেকেই বিরক্ত হন। এ ক্ষেত্রে সামনের খানিকটা চুল নিয়ে বিনুনি করে নিতে পারেন। দু’দিকে বিনুনি করে ববি পিন দিয়ে ভাল করে আটকে নিলে চুল চোখেও পরবে না, আর চুলে কায়দাও করা হবে।

প্রতীকী ছবি

৩) আপনার চুলের ধরন কি সোজা? ছোট করে চুল কাটলে অনেক সময় চুলের সামনের দিকটা পেতে যায়। তখন দেখতে ভাল লাগে না। ক্ষেত্রে হেয়ার স্প্রে ব্যবহার করে চুলের সামনের দিকটা ব্যাক ব্রাশ করে নিতে পারেন। কিংবা খানিকটা পাফ করে সামনের দিকে এনে ক্লিপ দিয়ে আটকে নিতে পারেন।

৪) চুল ছোট হলে চুলে তেল ব্যবহার করে বাইরে না বেরোনোই ভাল। তেল লাগানোর পর শ্যাম্পু করে নিতে ভুলবেন না। এতে তুল ঘন দেখাবে।

৫) ছোট চুলের আগা নষ্ট হয়ে গেলে অনেকটা কেটে ফেলা যায় না। হেয়ার ড্রায়ার, কার্লার কিংবা স্ট্রেটনার বেশি ব্যবহার চুল রুক্ষ হয়ে যায়, আগা ফেটে যায়। এ ক্ষেত্রে চুলে গরম তাপ যত কম ব্যবহার করবেন ততই ভাল।

৬) ছোট চুলে হাইলাইটস করিয়ে নিতে পারেন। দেখতে মন্দ লাগবে না। তবে হাইলাইটস করানোর পর চুলের সঠিক পরিচর্যা না করলে কিন্তু মুশকিল!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement