পুজোয় ত্বকের জৌলুস বাড়াতে মেনে চলুন কয়েকটি টোটকা। ছবি: সংগৃহীত
রাত পোহালেই অষ্টমী। উৎসবের আঁচ একেবারে মধ্যগগনে। অষ্টমীর সকাল মানেই সুন্দর করে সেজে অঞ্জলি দিতে যাওয়া। অঞ্জলি দেওয়ার সাজ নিয়ে পুজো শুরুর আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। অষ্টমীর সকালের সাজ বলে কথা, সকলের চেয়ে আলাদা হওয়া চাই। এ দিন অনেকে সাবেকি সাজে নিজেদের সাজাতে চান। শুধু পোশাকে নয়, ত্বকেও থাকা চাই উৎসবের ঔজ্জ্বল্য। ষষ্ঠী-সপ্তমীতে ঠাকুর দেখার ক্লান্তি যেন ত্বকে না থাকে। লক্ষ রাখতে হবে সে দিকেও। ত্বকের জৌলুস বাড়াতে রূপটান তো রয়েছেই। কিন্তু সেটাই সৌন্দর্যের শেষ কথা নয়। ত্বকের নিজস্ব জৌলুসও জরুরি। ত্বকের তাৎক্ষণিক জৌলুস বাড়ানো সহজ নয়। তবে অসম্ভবও নয়। অঞ্জলি দিতে যাওয়ার আগে কয়েকটি টোটকা মেনে চললে সকলের মাঝে আপনিই হয়ে উঠবেন অনন্যা।
১) ত্বকে চটজলদি জেল্লা আনতে কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে ত্বকের ধুলো-ময়লা যেমন পরিষ্কার হবে, তেমনই ত্বক হবে উজ্জ্বল।
২) টক দই ও মধু ত্বকের জেল্লা বাড়াতে দারুণ কাজ করে। এই দু’টি উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানিয়ে রাখতে পারেন রাতেই। সকালে উঠে বানাতে গেলে দেরি হয়ে যেতে পারে। সকালে উঠে স্নানে যাওয়ার মিনিট দশেক আগে মেখে নিন। অষ্টমীর ভিড়ে আপনিই নজর কাড়বেন সকলের।
৩) চটজলদি ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে ডাবের জলের জুড়ি মেলা ভার। ডাবের জল প্রাকৃতিক ভাবে আর্দ্র রাখে ত্বক। মেক আপ ধরে রাখতেও ডাবের জল দারুণ কাজ করে।
কাঁচা দুধ ও মধু ত্বকের জেল্লা বাড়াতে দারুণ কাজ করে। ছবি: সংগৃহীত
৪) গোলাপ জল এবং অ্যাপল সাইডার ভিনিগার— ঝলমলে ত্বকের রহস্য। এই দু’টি উপকরণ একসঙ্গে মিশিয়ে লাগিয়ে নিন মুখে। মেক আপ ধরে রাখতে তো বটেই, ত্বকের ক্লান্তি দূর করতেও বিশেষ কাজে আসবে এই কৌশল।
৫) হেঁশেলে টম্যাটো রয়েছে? তা হলে আর চিন্তা নেই। কম সময়ে ঝলমলে ত্বক পেতে ভরসা হতে পারে টম্যাটো। এই সব্জি ত্বকের রোদে পোড়া দাগ নিমেষে তুলে ফেলে। মেক আপ করার আগে টম্যাটো কেটে মুখে বুলিয়ে নিন। চটজলদি ত্বকে আসবে বাড়তি জেল্লা।