Makeup

Life Hacks Ideas: রূপটান সামগ্রীর মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে? ফেলে না দিয়ে ব্যবহার করুন অন্য ভাবে

শখ করে রূপটানের সমাগ্রীগুলি কিনলেও অনেক ক্ষেত্রেই আমারা তা নিয়মিত ব্যবহার করি না। আর সেগুলির মেয়াদ উত্তীর্ণ গেলে আর আফশোসের শেষ থাকে না!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৮:১৮
Share:

সামান্য বুদ্ধি খাটালেই এই মেয়াদ উত্তীর্ণ মেকআপের সামগ্রীগুলি পুনরায় ব্যবহার করতে পারেন। ছবি: সংগৃহীত

রূপটান করতে ভালবাসেন না এমন মহিলা কমই আছেন। অনলাইনে ছাড় পেলেই কিনতে থাকেন একটার পর একটা রূপটানের সামাগ্রী? নামী-দামি প্রসাধনীগুলি কিনতে পকেটে বেশ চাপ পড়ে। শখ করে রূপটানের সমাগ্রীগুলি কিনলেও অনেক ক্ষেত্রেই আমারা তা নিয়মিত ব্যবহার করি না। আর সেগুলির যখন মেয়াদ উত্তীর্ণ যায় তখন আর আফশোসের শেষ থাকে না!

Advertisement

তবে সামান্য বুদ্ধি খাটালেই এই মেয়াদ উত্তীর্ণ মেকআপের সামগ্রীগুলি পুনরায় ব্যবহার করতে পারেন। ভাবছেন এটা কী করে সম্ভব?

১) আইশ্যাডো: কেনার সময় হরেক রঙের আইস্যাডো কিনলেও রূপটানের সময় আমরা কিছু নির্দিষ্ট রং ছাড়া ব্যবহার করি না। ফলে সেগুলির অপচয় হয়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও আপনি সেই আইশ্যাডোগুলি ব্যবহার করতে পারেন। স্বচ্ছ রঙের নেলপলিশ কিনে নিয়ে পছন্দের রঙের আইশ্যাডো গুঁড়ো করে মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে ব্যবহারযোগ্য নেলপলিশ।

Advertisement

২) মাস্কারা: মাস্কারা নিয়মিত ব্যবহার না করলেই সেটি শুকিয়ে যায়। ব্যবহারযোগ্য থাকে না। সে ক্ষেত্রে আপনি মাস্কারাটি পুনরায় ব্যবহার করতে না পারলেও ব্রাশটি কিন্তু ব্যবহার করাই যায়। ব্রাশটি ভাল করে ধুয়ে নিন। তারপর ভ্রু আঁকার জন্য এটি ব্যবহার করন।

প্রতীকী ছবি

৩) লিপস্টিক: অনেকেরই নানা রঙের লিপস্টিক জমাতে করতে ভালবাসেন। তবে অনেক ক্ষেত্রেই লিপস্টিক গলে যায় বা ভেঙে যায়, ব্যবহারযোগ্য থাকে না। এ রকম হলে লিপস্টিকের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে একটি কাচের পাত্রে ঢেলে রাখুন। খুব সহজেই তৈরি হয়ে যাবে ঘরোয়া ‘লিপ বাম’!

৪) ফেস অয়েল: মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ফেস অয়েল দিয়ে আপনি স্ক্রাবার বানিয়ে ফেলতে পারেন। এ ক্ষেত্রে তেলের সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। এ বার হাতের কনুই কিংবা গোড়ালি পরিষ্কার করতে পারেন।

৫) কন্ডিশনার: মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া কন্ডিশনার ফেলে দেবেন না। বাড়িতে গায়ের রোম পরিষ্কার করার কাজে এটি ব্যবহার করতে পারেন। ত্বক নরম ও মোলায়েম থাকবে।

৬) লিপ বাম: পুরোনো লিপ বাম আপনি ঠোঁটে না লাগাতে চাইলে ফাঁটা পায়ে নিরাময় ব্যবহার করতে পারেন।

৭) টোনার: ফেস টোনারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে? জানেন কি এই টোনার দিয়ে আপনি মোবাইলের স্ত্রিন, আয়না কিংবা যে কোনও কাচের সামগ্রী পরিষ্কার করে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement