Bag

Trash Bag: দুনিয়ার সবচেয়ে দামি ‘আবর্জনার ব্যাগ’ কিনতে গুনতে হবে কত টাকা? বানাল কে

স্পেনের এক বিখ্যাত ফ্যাশন সংস্থা সম্প্রতি বাজারে এনেছে বহুমূল্যের আবর্জনার মতো দেখতে ব্যাগ। কত দাম সেই ব্যাগের?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ২১:১৮
Share:

আকৃতি অনেকটা আবর্জনা ফেলার ব্যাগের মতো। ছবি- সংগৃহীত

পাতার আকৃতির ব্যাগ হোক বা স্যান্ডউইচের মতো দেখতে জুতো— নানা সময়ে অদ্ভুত সব সাজ জনপ্রিয় হয়ে উঠেছে। এ বার সেই তালিকায় যুক্ত হল আর এক উদাহরণ। স্পেনের একটি বিখ্যাত ফ্যাশন সংস্থা ‘বালেনসিয়াগা’ সম্প্রতি বাজারে এনেছেন ‘ট্র্যাশ পাউচ’। যার আকৃতি অনেকটা আবর্জনা ফেলার ব্যাগের মতো। এই ব্যাগের দাম ১৮ হাজার ডলার। ভারতীয় মূল্য প্রায় ১.৪ লক্ষ টাকা। এখনও পর্যন্ত কালো, নীল এবং সাদা— আপাতত এই তিন রঙের ব্যাগ বাজারে এসেছে।

Advertisement
আরও পড়ুন:

এমন বহুমূল্য আবর্জনার ব্যাগ যে শিল্পীর সৃষ্টি, তিনি জানিয়েছেন, এই ধরনের ব্যাগ তৈরির ভাবনা মাথায় এসেছিল একটি দোকানে ময়লা ফেলার ব্যাগ দেখে। সেই ব্যাগের আকৃতি মাথায় গেঁথে গিয়েছিল। তখনই এমন ব্যাগ ‘ট্রাশ পাউচ’-এর নকশা ছকে নেন মাথায়। শিল্পীর কথায়,‘‘বিশ্বে প্রথম এত দামি ব্যাগ তৈরির সুযোগ হাতছাড়া করতে চাইনি। তাই বানিয়েই ফেললাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement