Lottery

লটারির ভুল টিকিট কেটে স্ত্রীর ভর্ৎসনা শুনতে হয়েছিল, সেই লটারি থেকেই ঘরে এল ২০ লক্ষ টাকা

স্ত্রীর পছন্দের নম্বরের লটারির টিকিট না কেনায় কথা শুনতে হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ফের টিকিট কাটেন। দুটো লটারি থেকেই টাকা জিতলেন দম্পতি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ১৬:৩৩
Share:

লটারির ফল বেরোতেই হাসি ফোটে মেরির মুখে। প্রতীকী ছবি।

স্ত্রীর বলে দেওয়া নম্বরের লটারির টিকিট কাটতে ভুলে গিয়েছিলেন স্বামী। কিন্তু এই ভুল যে জীবনে সৌভাগ্য হয়ে আসবে, কে জানত। একটি ভুলের কারণেই লক্ষ্মী এল ঘরে।

Advertisement

অস্ট্রেলিয়ার বাসিন্দা এক দম্পতি মেরি এবং অ্যান্ড্রুজ় প্রতি মাসে লটাররির টিকিট কাটতেন। লটারি টিকিট কাটার নেশা বেশি মেরির। বহু দিন ধরে লটারি কাটছেন তিনি। কিন্তু কোনও বারই ভাগ্যের শিকে ছেঁড়েনি। প্রতি বারই লটারি কেটে ব্যর্থ হয়েছেন। মেরি প্রতি বারই একটি নম্বরের টিকিট কা়টতেন তিনি। সেটাই তাঁর ‘লাকি নম্বর’ বলে মনে করতেন। প্রতি মাসেই মেরির বলে দেওয়া নম্বরের টিকিট কেটে আনতেন অ্যান্ড্রুজ়। গত মাসেও মেরির কাছ থেকে নম্বরটি শুনে টিকিট কাটতে যান তিনি। কিন্তু কোনও ভাবে টিকিটের নম্বরটি ভুল হয়ে যায়। তা নিয়ে মেরি প্রচণ্ড রাগারাগিও করেন। তাই পরের দিন গিয়ে মেরির পছন্দের নম্বরের আরও একটি লটারি কাটেন অ্যান্ড্রুজ়।

লটারির ফল বেরোতেই হাসি ফোটে মেরির মুখে। অ্যান্ড্রুজ় ভাবেন, ভাগ্যিস ভুল করেছিলেন তিনি। দু’টো টিকিট মিলিয়ে অ্যান্ড্রুজ় আর মেরি ২০ লক্ষ টাকা জিতেছেন। এই খবরে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন দু’জনেই। এত দিন ধরে এই দিনটির জন্যেই অপেক্ষা করেছিলেন দু’জনে। ভুল নম্বরের লটারি কিনে এনেছিলেন বলে সেই সময় মেরি অ্যান্ড্রুজ়ের উপর চোটপাট করেছিলেন ঠিকই। কিন্তু লটারি জেতার খবরে অ্যান্ড্রুজ়কে জড়িয়ে ধরে ক্ষমাও চেয়ে নেন মেরি। অ্যান্ড্রুজ় এবং মেরি দু’জনেই জানিয়েছেন, এই বিপুল অর্থ তাঁরা কোনও সমাজসংস্কার মূলক কাজেই লাগাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement