Artist Luca Luce

মাথাজোড়া টাক, পুরোটাই শিল্প! নিজের হাতে নিজের মাথাতেই ফুল ফোটালেন শিল্পী

নিজেই নিজের টাকে ছবি আঁকেন ইটালির লুকা লুস। লুকার আঁকা অধিকাংশ ছবিই হয় ত্রিমাত্রিক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৫:২২
Share:

নিজের টাকে এমনই সব ছবি এঁকে সমাজমাধ্যমে ঝড় তুলেছেন লুকা লুস নামের এক শিল্পী। ছবি: সংগৃহীত।

মাথায় চুল না থাকার যে এমন ফায়দা রয়েছে, জানতে পারলে চমকে যেতেন খোদ লালমোহনবাবুও। মাথাজোড়া টাক কখনও বদলে যাচ্ছে ফুলদানিতে, কখনও মনে হচ্ছে মাথার মধ্যে বসে আছে আস্ত একটি ভিন্‌গ্রহী প্রাণী। নিজের টাকে এমনই সব ছবি এঁকে সমাজমাধ্যমে ঝড় তুলেছেন লুকা লুস নামের এক শিল্পী।

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ‘আর্টডেলিডোজ’ নামের পেজ থেকে প্রকাশিত একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখানো হয়েছে, কী ভাবে লুকা রূপটানের মাধ্যমে বিভিন্ন শিল্পকর্ম ফুটিয়ে তোলেন নিজের টাকে। ইতিমধ্যেই পাঁচ লক্ষেরও বেশি মানুষ পছন্দ করেছেন ভিডিয়োটি।

নিজের ইনস্টাগ্রামে ইটালির বাসিন্দা লুকা দাবি করেছেন, তিনিই পৃথিবীর প্রথম ‘হাত ও টাকের শিল্পী’। আসলে নিজেই নিজের টাকে ছবি আঁকেন তিনি। অধিকাংশ ছবিই হয় ত্রিমাত্রিক। ফলে একটি নির্দিষ্ট কোণ থেকে দেখলে মনে হয় যেন মাথা কেটেই তৈরি করা হয়েছে শিল্পকর্ম। ইনস্টাগ্রামে ৫ লক্ষের বেশি অনুরাগী রয়েছে তাঁর। রইল সেই শিল্পকর্মের ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement