Uber

Uber Rides: ওটিটি প্ল্যাটফর্মের গ্রাহক হলে এ বার অ্যাপ ক্যাবেও পাবেন বিশেষ ছাড়! কিন্তু কী করে

অ্যামাজন প্রাইমের গ্রাহকরা এ বার উবর প্রিমিয়ারের টাকায় উবর গো চড়়তে পারবেন। কিন্তু কত দিনের জন্য?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ১৯:২১
Share:

অ্যাপ ক্যাবে চড়লে কী ভাবে পেতে পারেন বিশেষ ছাড়?

অ্যামাজন প্রাইমের সদস্যরা এ বার উবরে চড়লেই পেয়ে যাবেন দারুণ অফার। আপনি যদি অ্যামাজন প্রাইমের সদস্য হন, তা হলে ‘উবর প্রিমিয়াম’-এর সুবিধা ভোগ করতে পারবেন ‘উবর গো’-এর খরচেই। তবে সব সময় নয়, এই সুবিধা আপনি পেতে পারেন মাসে তিন বার। এ ছাড়াও অ্যামাজন প্রাইম গ্রাহকরা উবরে চড়লে পেয়ে যাবেন আরও অনেক ছাড়। ‘উবর অটো’ ও ‘উবর রেন্টাল’-এ চড়লেই তাঁরা পেয়ে যাবেন ২০ শতাংশ ছাড়।

Advertisement

গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে উবর ইন্ডিয়া আর অ্যামাজন প্রাইম ইন্ডিয়া চুক্তিবদ্ধ হয়েছে। তবে যাত্রীরা উবরে চড়ে অ্যামাজন পে ব্যালান্স ব্যবহার করলে তবেই এই ছাড়গুলি পেতে পারবেন। নগদ অর্থের ক্ষেত্রে কোনও ছাড় পাবেন না তাঁরা।

সাধারণত ‘উবর প্রিমিয়াম’ ও ‘উবর গো’-এর মধ্যে ২০ থেকে ৩০ টাকার ফারাক হয়। তা ছাড়া ‘উবর প্রিমিয়াম’-এ যাত্রীরা বড় গাড়ির সুবিধা পান। আপনার সঙ্গে তিন থেকে চার জন থাকলে ‘উবর গো’-এর তুলনায় ‘উবর প্রিমিয়াম’-এ যাত্রা করা অনেক বেশি আরামদায়ক।

Advertisement

এই ছাড় পেতে হলে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে?

১) সবার আগে আপনাকে অ্যামাজন পে অ্যাকাউন্ট উবর অ্যাপের সঙ্গে যুক্ত করতে হবে।

২) আপনার অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন প্ল্যান যদি শেষ হয়ে যায়, তা হলে সবার আগে রিচার্জ করতে হবে।

৩) যখন অ্যামাজন পে দিয়ে উবরের ভাড়া মেটাতে যাবেন তখন সেই অফারটি আপনাকে দেখাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement