Air India

নিরামিষ খাবারে মাংসের টুকরো! স্যান্ডউইচে টিকিটিকির পর ফের প্রশ্নের মুখে বিমানের খাবার

এয়ার ইন্ডিয়ার এক যাত্রীর নিরামিষ খাবার থেকে মিলল চিকেনের টুকরো। বীরা জৈন নামে ওই মহিলা যাত্রী নিজেই তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে ঘটনাটির কথা জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ১৪:১৩
Share:

বিমানের খাবার নিয়ে ফের উঠল অভিযোগ। ছবি: সংগৃহীত।

বিমানের খাবার নিয়ে অভিযোগের শেষ নেই। পচা খাবার থেকে খাবারে মরা ইঁদুর— বাকি নেই কিছুই। বছরের শুরুতেই এক বিমান সংস্থার খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই আবহেই এয়ার ইন্ডিয়ার এক যাত্রীর নিরামিষ খাবার থেকে মিলল মুরগির মাংসের কুচি। বীরা জৈন নামে ওই মহিলা যাত্রী নিজেই তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে পুরো ঘটনাটির কথা জানিয়েছেন।

Advertisement

মুম্বইগামী এই বিমানটি এমনিতে নির্দিষ্ট সময়ের প্রায় ঘণ্টাখানেক পরে ছেড়েছিল। তা নিয়ে প্রথম থেকেই বিরক্তিতে ছিলেন তিনি। বিমান ছাড়ার কিছু ক্ষণ পর খাবার আসে। বীরা যে নিরামিষাশী, তা আগেই জানিয়েছিলেন। বিমানসেবিকাদের তিনি বলে দিয়েছিলেন, তাঁর খাবারের সঙ্গে যাতে কোনও ভাবে আমিষের ছোঁয়া না লাগে। কিন্তু খাবার আসার পর প্যাকেট খুলতেই প্রথমেই চোখে পড়ে মাংসের টুকরো।

বার বার বলে দেওয়া সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু বিমানসেবিকারা তাঁর প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি। বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। খাবারের ছবি-সহ গোটা ঘটনাটি তিনি সমাজমাধ্যমে লিখে জানিয়েছেন। এয়ার ইন্ডিয়াকে ট্যাগও করেছেন সেখানে। তবে এয়ার ইন্ডিয়ার কেবিন সুপারভাইজার এই ঘটনা প্রসঙ্গে বলেছেন, ‘‘যাত্রীদের স্বাচ্ছন্দ্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কী ভাবে এমন একটি স্পর্শকাতর ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement