অনুষ্কা ও দীপিকা
মহিলাদের কাছে চুল এমন একটি বিষয়, যে কমফর্ট জ়োন থেকে বেরোতে সাত-পাঁচ ভাবতে হয়। খুব লম্বা চুল হলে কতটা ছোট করব? আর ছোট চুলেই বা নতুন কী স্টাইল হবে? এই দুইয়ের মাঝের ব্যালান্স ধরে রাখতে আবির্ভাব লব-এর, বব হেয়ার কাটের লং ভার্সন। এর লেংথ কাঁধের উপর অবধি। এতে লুকেও নতুনত্ব আসে। এ দিকে চুল সামলানোরও ঝক্কি অনেক কম। মোটামুটি সব আকারের মুখেই এই হেয়ারকাট মানিয়ে যায়। ট্রেন্ডি, চিক এই হেয়ারস্টাইল তাই সেলেবদের মধ্যে খুব জনপ্রিয়। ২০১৯-এর শেষে বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যেও জাঁকিয়ে বসেছে ‘লব’ ম্যানিয়া। ইয়ামি গৌতম, করিনা কপূর, প্রিয়ঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মার পরে তালিকায় নতুন এন্ট্রি দীপিকা পাড়ুকোনের।
লব-এর সঙ্গে ফ্রিঞ্জ: যাঁদের গোলাকৃতি মুখ, তাঁদের জন্য লবের সঙ্গে ফ্রিঞ্জ করতেই হবে। লং, মেসি ফ্রিঞ্জ কাটলেই ভাল।
এফর্টলেস ওয়েভি: এই প্রজন্মের মহিলাদের এই হেয়ারকাট এত পছন্দের, কারণ একটাই— এটি মেনটেন করতে খাটতে হয় না। মেসি ওয়েভি লুক আনার জন্য কয়েকটি কৌশল রয়েছে। একটু ভেজা চুলে বিনুনি করে রাখুন। দু’তিন ঘণ্টা ওই ভাবেই রেখে দিন। তার পরে চুলের ভিতরে আঙুল দিয়ে ছাড়িয়ে নিন। চুলের ডগায় স্টাইলিং ক্রিম লাগাতে পারেন। তার পরে শুকিয়ে নিন।
স্লিক অ্যান্ড স্ট্রেট: কর্পোরেট মিটিং বা পার্টির জন্য পোকার স্ট্রেট লবও হিট। এই লুকের জন্য হেয়ার মাস্ক লাগিয়ে চুলের ঔজ্জ্বল্য আগে বাড়ান। তার পরে ড্রায়ার দিয়ে শুকোনোর সময়ে চুলের ডগাকে ভিতর দিকে আঁচড়ান। চুলের ফ্রিজ়ি এন্ড মসৃণ করার জন্য তেল বা সেরাম ব্যবহার করতে পারেন।
ব্লান্ট লব: চুলে টেক্সচার অ্যাড করার জন্য এই স্টাইল। চুলের আগা এতে শার্প কাটা হয় না। ছোট ছোট লেয়ার থাকে পুরো হেয়ার কাটে।
কার্লি লব: যদি আপনার চুল কোঁকড়ানো হয়, সে ক্ষেত্রে লেয়ারস মুখের শেপে আলাদা ডায়মেনশন যোগ করবে।
ভলিউম বাড়বে: অনেকেরই রুট ও মিডলেংথে গোছ রয়েছে, তবে আগার দিকে চুল পাতলা। তাঁদের ক্ষেত্রে লবে অনেকটাই ভলিউম দেখায়। আগাগোড়া চুলের গোছও বজায় থাকে।
লব হেয়ারকাটের মজা হল, এতে অনেক ধরনের স্টাইল করা যায়। শুধু কোথায়, কী ভাবে সাজতে চান, তার উপরে নির্ভর করছে গোটা লুক। লব যদি একটু বড়ও হয়ে যায়, তা হলেও চিন্তা নেই। পনিটেলে ধরে রাখতে পারেন অসমান লকস।
পোশাক: এই হেয়ারকাটের সঙ্গে সব ধরনের ওয়েস্টার্ন পোশাক পরা যায়। বেশির ভাগ সেলেব সেই অবতারেই আবির্ভূত হন। তবে ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গেও এই হেয়ারকাট ক্যারি করতে পারেন। সে ক্ষেত্রে চুলের সিঁথিটা বদলে নিন। কখনও বা লুজ় এন্ডের আঁচড়ানোর দিক পরিবর্তন করুন।
মেকআপ: এই ধরনের হেয়ারকাটে মুখ যেহেতু নজর কাড়ে, তাই ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখা খুব জরুরি। কখনও চোখের মেকআপ, কখনও বা ব্রঞ্জার হাইলাইট করে মুখের যে কোনও একটি বৈশিষ্ট্য ফুটিয়ে তুলুন, যা হেয়ার স্টাইলের সঙ্গে মানানসই।
হাইলাইটেড লব: একটি স্ট্রিক, বা চুলের লুজ় এন্ডগুলোকে হাইলাইট করতে পারেন।
বছর শেষ হতে বাকি কয়েক দিন। নতুন বছরে আপনার লবে ঘায়েল হোক বাকিরাও।