Shruti Haasan

মুখে ফোলা ভাব, চোখে জল! শ্রুতির ইনস্টাগ্রামে হঠাৎ কেন এই ছবি? কী হল অভিনেত্রীর সঙ্গে

এমন ছবি শ্রুতি শেয়ার করেছেন, যেখানে তাঁর ক্লান্তি ও অসুস্থতার ছাপ স্পষ্ট! কেন এমন ছবি সমাজমাধ্যমে দিলেন অভিনেত্রী?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১৮:০৬
Share:

এমন ছবি শ্রুতি শেয়ার করেছেন, যেখানে তাঁর ক্লান্তি ও অসুস্থতার ছাপ স্পষ্ট! ছবি: ইনস্টাগ্রাম।

ফেসবুক, ইনস্টাগ্রামের যুগে সকলেই নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভাগ করে নেন আর আর পাঁচজনের সঙ্গে। সমাজমাধ্যমের দৌলতে অভিনেতা-অভিনেত্রীরা অনেক বেশি কাছের হয়েছে আমজনতার! শরীরচর্চা করার ছবি হোক বা কোনও অনুষ্ঠানের আগে কী ভাবে সেজেছেন, তার ঝলকও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারকারা। সবেতেই থাকে পরিপাটি ব্যাপার। তবে সম্প্রতি অভিনেত্রী শ্রুতি হাসান ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন এমন কিছু ছবি, যা ততটাও পরিপাটি নয়!

Advertisement

এমন ছবি শ্রুতি শেয়ার করেছেন, যেখানে তাঁর ক্লান্তি ও অসুস্থতার ছাপ স্পষ্ট! ছবিগুলি শেয়ার করে শ্রুতি লিখেছেন, ‘‘আশা করি এই ছবিও আপনাদের ভাল লাগবে।’’

তিনি আরও লিখেছেন, ‘‘পারফেক্ট নিজস্বী ও পোস্টের যুগে এমন কিছু ছবি দিলাম যেগুলি ততটাও পারফেক্ট নয়! যে দিন আমার চুলগুলি অতটাও ভাল লাগে না/ যে দিন জ্বর ও সাইনাসের সমস্যায় নাজেহাল/ যে দিন ঋতুস্রাবের যন্ত্রণায় কাতর, রইল এমন কিছু ছবি।’’

Advertisement

শ্রুতির এই সব ছবি দেখে প্রশংসার ঢল নেমেছে! অনুরাগীরা অভিনেত্রীর এই সাহসী পদক্ষেপ দেখে বেশ খুশি! অন্যান্য অভিনেত্রী যখন পরতের পর পরত মেক আপ লাগিয়ে ছবি শেয়ার করেন, সেই শ্রুতির বিনা মেক আপ লুকের ছবি মনে ধরেছে তাঁদের। এই ছবি শেয়ার করে শ্রুতির বার্তা সব সময়ে নিঁখুত না দেখালেও চলবে।

শ্রুতি সব সময়েই অকপট। প্লাস্টিক সার্জারি করিয়ে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। ট্রোলারদের একহাত নিয়ে শ্রুতি তখন লিখেছিলেন, ‘‘কেউই অন্যকে বিচার করার জায়গায় নেই। আমার মুখ, আমার জীবন। নিজের সিদ্ধান্তে প্লাস্টিক সার্জারি করিয়েছি, তা নিয়ে একটুও লজ্জিত নই। অনেকে প্রশ্ন করেন, আমি কি সার্জারি প্রোমোট করি, না কি এর বিরুদ্ধে? কোনওটিই নয়। এটা শুধু একটা রাস্তা যে ভাবে আমি বাঁচতে চেয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement