Samantha Ruth Prabhu

সামান্থার ছিপছিপে শরীর নিয়ে কটাক্ষ! কেন মোটা হন না তিনি, কড়া ভাষায় জবাব দিলেন অভিনেত্রী

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকেও সম্প্রতি নেটমাধ্যমে তাঁর ছিপছিপে চেহারা নিয়ে নানা রকম মন্তব্য শুনতে হচ্ছে। সেই সব কটূক্তির কড়া জবাব দিয়েছেন সামান্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৭:১৪
Share:

কেন মোটা হন না সামান্থা? ছবি: ইনস্টাগ্রাম।

অভিনেত্রী মানেই হতে হবে শরীর হতে হবে একেবারে ‘পারফেক্ট’। খুব ভারী চেহারা হলেও যেমন শুনতে হয় কটূক্তি, তেমনই আবার অতিরিক্ত ছিপছিপে শরীর হলেও অভিনেত্রীদের নানা লোকের নানা রকমের মন্তব্য শুনতে হয়। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকেও সম্প্রতি নেটমাধ্যমে তাঁর ছিপছিপে চেহারা নিয়ে নানা রকম মন্তব্য শুনতে হচ্ছে। সেই সব কটূক্তির কড়া জবাব দিয়েছেন সামান্থা।

Advertisement

এক নেটমাধ্যম ব্যবহারকারী সামান্থার উদ্দেশে বলেছেন, তাঁর আর একটু মোটা হওয়া দরকার। ইনস্টাগ্রামে এই মন্তব্যের জবাব দিতে একটি ভিডিয়ো বানিয়েছেন তিনি। ভিডিয়োয় তিনি বলেন, ‘‘ওজন নিয়ে আরও এক মন্তব্য। আপনাদের জানিয়ে রাখি আমি কড়া অ্যান্টি-ইমফ্ল্যামেটরি ডায়েটের মধ্যে থাকি, আমার শরীরের জন্য যেটা খুব জরুরি। এই ডায়েট আমার ওজন বাড়তে দেয় না। মায়োসাইটিস রোগের সঙ্গে লড়াই করতে ওজনকে নির্দিষ্ট ব্র্যাকেটের মধ্যে রাখা ভীষণ জরুরি। অন্যের সমালোচনা বন্ধ করুন। মানুষকে নিজের মতো করে বাঁচতে দিন। দয়া করুন, এটা ২০২৪ সাল।’’

২০২২ সালে অভিনেত্রী তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন যে তিনি মায়োসাইটিস নামে অটোইমিউন রোগে আক্রান্ত। ‘মায়ো’ শব্দের অর্থ পেশি আর ‘আইটিস’ মানে প্রদাহ। কাজেই সোজা ভাষায় বলতে গেলে মায়োসাইটিস হল পেশির প্রদাহ। অটো ইমিউন মায়োসাইটিসে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত দেহেরই সুস্থ-সবল পেশিকে আক্রমণ করে। ফলে এই বিরল সমস্যায় পেশি দুর্বল হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement