Fire in Pathuriaghata

কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটে গুদামে আগুন, চিলেকোঠা থেকে উদ্ধার হওয়া দু’জনের মৃত্যু, গেলেন মেয়র

দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পরে অনেকেই প্রাণে বাঁচতে বাড়ির ছাদে ওঠার চেষ্টা করেছিলেন। কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় আটকে পড়েন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০৯:১৩
Share:
Fire broke out in a building at Pathuriaghata, dies 2

কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। —নিজস্ব চিত্র।

কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে মৃত্যু হল দু’জনের। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পৌঁছোয় দমকল। দমকল এবং পুলিশের তৎপরতায় ওই বাড়ি থেকে বেশ কয়েক জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার ভোরে ওই বাড়ির ছাদ থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভর্তি করানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁদের। মনে করা হচ্ছে, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা।

Advertisement

দুপুরে ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দু’জনের মৃত্যুর খবর জানান তিনি।

রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে ৬৫/এ পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি বাড়ির চারতলায়। ওই চারতলাতেই রয়েছে কাপড়ের গুদাম। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পরে অনেকেই প্রাণে বাঁচতে বাড়ির ছাদে ওঠার চেষ্টা করেছিলেন। কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় আটকে পড়েন তাঁরা। দমকল আধিকারিকেরা অধিকাংশকেই নীচে নামিয়ে আনলেও দু’জন সেখানেই আটকে ছিলেন। সকালে তাঁদের উদ্ধার করা হয়।

Advertisement

দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় মধ্যরাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বাড়িটি সরু গলির মধ্যে থাকায় প্রথম দিকে দমকলবাহিনীকে আগুন নেবানোর কাজে যথেষ্ট বেগ পেতে হয়। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement