Lock glitch in Aircraft

মুম্বই থেকে বেঙ্গালুরুর গোটা সফরই কাটল বিমানের শৌচাগারে আটকে! দরজা খুলতে লাগল ১০০ মিনিট

মধ্যগগনে শৌচাগারের দরজা খোলার অন্য আর কোনও উপায় নেই দেখে বিমানসেবিকারা বাইরে থেকেই আশ্বস্ত করেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ১৪:০০
Share:

বিমান-বিভ্রাট! ছবি: সংগৃহীত।

বিমান মাটি ছেড়ে আকাশে ওড়ার কিছু ক্ষণের মধ্যেই শৌচাগারে গিয়েছিলেন এক যাত্রী। ব্যস্! দেড় ঘণ্টারও বেশি সময় ধরে কমোডে বসেই কাটাতে হল ওই ব্যক্তিকে। বন্দরে অবতরণ করার পর রীতিমতো মিস্ত্রি ডেকে দরজা ভেঙে শৌচাগার থেকে উদ্ধার করা হয় ওই যাত্রীকে।

Advertisement

বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর ছেড়ে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর যাচ্ছিল স্পাইসজেটের ওই বিমানটি। বিমান ছাড়ার কিছু ক্ষণ পর মলত্যাগ করতে শৌচাগারে যান ওই ব্যক্তি। অনেকটা সময় পেরিয়ে গেলেও সেখান থেকে তাঁকে বেরোতে না দেখে সন্দেহ হয় বিমানকর্মীদের। তখনই ওই ব্যক্তি জানান, শৌচাগারের দরজা বিকল হয়ে গিয়েছে। বলপ্রয়োগ করেও কোনও মতেই শৌচাগারের দরজা খোলা যায়নি। স্পাইসজেটের এক কর্মী জানান, “এমন ঘটনা একেবারেই অনভিপ্রেত। দুর্ভাগ্যজনক ভাবে বিমানের শৌচাগারের দরজা কোনও ভাবে আটকে গিয়েছিল। তাই ওই ব্যক্তি শৌচাগারের ভিতর আটকে গিয়েছিলেন।” মাঝ আকাশে শৌচাগারের দরজা খোলার অন্য আর কোনও উপায় নেই দেখে বিমানসেবিকারা বাইরে থেকে তাঁকে আশ্বস্ত করেছিলেন। প্রায় ১০০ মিনিট পর বিকেল ৩.৪৫ নাগাদ বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছলে খবর পাঠানো হয় ইঞ্জিনিয়ারদের। দীর্ঘ ক্ষণের চেষ্টায় ওই যাত্রীকে বিমানের শৌচাগার থেকে উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement