আল্ট্রাসোনগ্রাফি করতেই ধরা পড়ে জরায়ুতে থাকা বিশাল সিস্টটি। ছবি- সংগৃহীত
এক মহিলার জরায়ু থেকে বার করা হল ফুটবলের মাপের সিস্ট! মুম্বইয়ের বাসিন্দা ওই মহিলার বয়স ৪৮ বছর। সে শহরেরই একটি বেসরকারি হাসপাতালে হয় অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রের খবর, সিস্টটির ওজন প্রায় আড়াই কিলোগ্রাম।
এত বড় সিস্ট যে শরীরে বাসা বেঁধেছে, শুরু থেকে তা ধরতে পারেননি ওই মহিলা। চিকিৎসকদের তিনি জানিয়েছেন, ওজন বেড়ে যাচ্ছিল। ফুলে যাচ্ছিল পেটও। ওজন কমাতে শরীরচর্চা থেকে শুরু করে খাওয়াদাওয়ার বিধি-নিষেধ মেনে চলা, বাদ রাখেননি কিছুই। কিন্তু কোনও কিছুতেই বিশেষ লাভ হয়নি। শেষমেশ চিকিৎসকের কাছে যেতেই বেরিয়ে আসে ওজন বাড়ার আসল রহস্য। আল্ট্রাসোনগ্রাফি করতেই ধরা পড়ে জরায়ুতে থাকা বিশাল সিস্টটি। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই সিস্টের গায়ে জন্ম নিয়েছিল অসংখ্য ফাইব্রয়েড।
চিকিৎসকদের রোগিণী জানিয়েছেন, চার মাস ধরে তিনি প্রবল শারীরিক অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ওজন বাড়ছিল। কিন্তু তার কারণ বুঝছিলেন না। ওজন কমানোর বহু চেষ্টা করেছেন। সুফল না পাওয়ায় চিকিৎসকের কাছে যেতেই জরায়ুতে সিস্ট ধরা পড়ে। সিস্ট হলে সাধারণত তার প্রভাব পড়ে ঋতুস্রাবে। অনেকেরই অনিয়মিত ঋতুস্রাব হয়। দু’-তিন মাস অন্তর ঋতুস্রাব হয়। কারও ক্ষেত্রে আরও বেশি ফাঁক থাকে। কিন্তু এ ক্ষেত্রে তেমন কিছুই হয়নি। ঋতুচক্র স্বাভাবিক ছিল। এই ঘটনায় অবাক হয়েছেন চিকিৎসকরাও। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ আছেন তিনি।