পায়ে সহজেই রক্ত সঞ্চালনে এই ব্যায়ামটি খুবই কাজ দেয়। প্রথমে সোজা হয়ে দাঁড়ান।<br> এ বার হাঁটু সামান্য মুড়ে নিচু হন। এর পর পায়ের আঙুল দিয়ে মেঝে আঁকড়ে ধরার<br> চেষ্টা করুন। তিন মিনিট এ ভাবে থেকে ফের আগের পজিশনে চলে আসুন।<br> একসঙ্গে দশ বার করে দিনে তিন বার এই ব্যায়াম করুন।
পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়ান। এ ভাবেই ২০ সেকেন্ড ধরে হেঁটে বেড়ান।<br> খানিকটা বিশ্রাম নিন। ফের শুরু করুন আঙুলে ভর দিয়ে হাঁটা। এ ভাবে মোট<br> পাঁচ বার ব্যায়ামটা করুন। প্রতি বারের ফাঁকে বিশ্রাম নিতে ভুলবেন না।<br> দিনে দু’বার এটি করুন। এতে পায়ে পেশী ও লিগামেন্টের শক্তি বাড়বে।
চিৎ হয়ে শুয়ে পড়ুন। এ বার গোড়ালি শূন্যে তুলে তা ১০ সেকেন্ড ধরে<br> ক্লকওয়াইজ ঘোরাতে থাকুন। এ বার একই সময় ধরে গোড়ালিটা<br> অ্যান্টি-ক্লকওয়াইজ ঘোরান। এ ভাবে দিনে দু’বার এই ব্যায়াম করুন।
পা ছড়িয়ে মেঝেতে বসুন। একটা রেসিস্ট্যান্ট ব্যান্ড কোনও চেয়ারে বা হাতে জড়িয়ে নিন।<br> রেসিস্ট্যান্ট ব্যান্ড না থাকলে কোনও দড়িও ব্যবহার করতে পারেন। রেসিস্ট্যান্ট ব্যান্ডটি<br> পায়ের আঙুলে জড়িয়ে টানতে থাকুন। একই সময় পা সামনের দিকে স্ট্রেচ করার চেষ্টা করুন।<br> এ ভাবে পাঁচ সেকেন্ড থাকুন। এ বার পা সোজা করে নিন। এ ভাবে দশ বার করুন।
পায়ের আঙুল দিয়ে কোনও একাট পেন বা পেন্সিল তুলে ধরুন। ১০ সেকেন্ড<br> এ ভাবেই থাকুন। এর পর আগের অবস্থায় ফিরে যান। দু’পায়ে পাঁচ বার করে<br> ব্যায়ামটি সপ্তাহে দু’তিন বার করুন। এতে পায়ের পেশী শক্তিশালী হবে।