বড়দের মুখে মুখে কথা বলতে নেই, ভাল রোজগার না করলে ভাল বিয়ে হবে না, রান্না করতে শেখ, ভারতীয় শিশুদের ছোটবেলা থেকে এই শিক্ষাগুলো দিতে দিতেই বড় করা হয়। সেগুলো যে যত মেনে চলে সেই অনুযায়ী তকমা পড়ে যায় ভাল ছেলে, ভাল মেয়ে, খারাপ ছেলে, খারাপ মেয়ে হিসেবে। তবে এর বেশির ভাগেরই যে কোনও মানে নেই তা আমরা বড় হতে হতে বুঝতে পারি। এই গ্যালারিতে দেখে নিন তেমনই ১০ ভুল শিক্ষা।
আরও পড়ুন: মুখচোরা বাচ্চাদের কোন দিকগুলো নজর রাখবেন জেনে নিন