আনপ্লাগ: যখন মেশিন বা ইস্ত্রি ব্যবহার করবেন না তখন প্লাগ খুলে রাখুন। প্লাগ লাগিয়ে রাখলে সুইচ বন্ধ রাখলেও কিছুটা বিদ্যত্ টানে।
বাড়ির ইলেকট্রিসিটি বিল বেড়েই চলেছে? অনেক চেষ্টা করেও কমাতে পারছেন না? আবার গরম কাল এসে গিয়েছে। এসি চালালেই তরতর করে বেড়ে যাবে বিল। অনেক সময় আমাদের কিছু গাফিলতির কারণেও বাড়তে থাকে বিল। জেনে নিন বিদ্যুত্ বিল বাঁচানোর ১০ উপায়।
আরও পড়ুন: এই ৬টি কথা ভুলেও সহকর্মীদের সঙ্গে শেয়ার করবেন না