চুল, চোখের পাতা ও ভ্রু পড়ে যায়।
চলে গেল ভারতের প্রোজেরিয়া প্রচারের মুখ নিহাল বিতলা। বিরল এই রোগে আক্রান্ত হওয়ায় মাত্র ১৫ বছর বয়সেই চলে যেতে হল তাকে। বিশ্বে আরও ১২৪ জন রয়েছে তার মতো। শিশুর জন্মের সময় প্রোজেরিয়ার তেমন লক্ষণ বোঝা যায় না। জন্মের এক বছরের মধ্যে ধীরে ধীরে দেখা দিতে থাকে লক্ষণ। জেনে নিন প্রোজেরিয়ার ১০ লক্ষণ।
আরও পড়ুন: গুড বাই নিহাল, চলে গেল রিয়েল লাইফ ‘অরো’