আপনার কি দুধে অ্যালার্জি রয়েছে? অথবা কোনও বিশেষ সব্জি বা ফলে? বেশ কিছু খাবার রয়েছে যা অ্যালার্জেনিক খাবার হিসেবেই পরিচিত। সব্জির মধ্যে টোম্যাটো, বেগুন, ফলের মধ্যে আনারস, কলা থেকে যেমন অ্যালার্জি হতে পারে, তেমনই মাশরুম বা হাঁসের ডিম খেলেও অ্যালার্জি হতে পারে অনেকের। জেনে নিন কোন ১০ খাবার থেকে সবচেয়ে বেশি মানুষ অ্যালার্জিতে ভোগেন।
আরও পড়ুন: সুন্দর কোমর পেতে এগুলো অবশ্যই খান