গুড বাই ফ্রি পরিষেবা। এই বার্তা দিয়েই ১ মার্চ থেকে জিও-র প্রাইম মেমবারশিপ অন্তর্ভূত করতে কোমর বেঁধে নেমে পড়ল জিও।
চলতি বছরে ১ এপ্রিল থেকে জিও ডেটা সার্ভিস পেতে টাকা গুনতে হবে গ্রাহকদের।
জিও প্রাইমের সদস্য হতে গেলে বছরে ৯৯ টাকা দিতে হবে। চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত এই অফার থাকবে।
হ্যাপি নিউ ইয়ার প্ল্যান- মাসে ৩০৩ টাকায় দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে।
৩০৩ টাকা প্ল্যানে প্রতি দিন ১ জিবি করে ডেটা পাবেন। অর্থাত্ ২৮ দিনে ২৮ জিবি ৪ জি ডেটা দেবে জিও।
এ ছাড়াও আরও চারটি ডেটা প্ল্যান অফার। ৫১ টাকায় ১জিবি, ৯১ টাকায় ২ জিবি, ২০১ টাকায় ৫ জিবি এবং ৩০১ টাকায় ১০ জিবি ডেটা দেবে রিলায়্যান্স জিও।
জিও গ্রাহকরা প্রতি দিন রাত ২টো থেকে ৫টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
পড়ুয়াদের জন্য বিশেষ সুবিধা। তাদের জন্য ২৫ শতাংশ ফোর জি এবং ওয়াইফাই ডেটার সুবিধা দেবে জিও। এর জন্য যথাযথ পরিচয় পত্র দেখাতে হবে পড়ুয়াদের।
জিও গ্রাহকদের কোনও রোমিং চার্জ থাকছে না।
অন্য নেটওয়ার্কের গ্রাহকরা মাই জিও অ্যাপ বা জিও অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রেজিস্টার করে জিও প্রাইমের সদস্য হতে পারবেন।