রান্নায় ঝাল, মশলা যতই হোক না কেন, নুন ঠিকমতো না হলে স্বাদই মাটি। বেশি হলেও চলবে না, আবার কম হলেও মুখে রুচবে না। নুন এতটাই গুরুত্বপূর্ণ। তবে নুনের প্রয়োজনীয়তা শুধ রান্নাতেই আটকে নেই। দৈনন্দিন জীবনের প্রচুর কাজেও দারুণ দরকারী নুন। জানেন কি নুন দিয়ে কত কাজ করতে পারেন? জেনে নিন এমনই ১০ কাজ।
আরও পড়ুন: ওজন কমাতে হলে ডায়েটে রাখুন এই ৬ বাদাম