প্রশ্ন: মাইক্রোবায়োলজি নিয়ে স্নাতক স্তরে কোথায় পড়তে পারি? দেশে ও বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ কেমন?
পৃথা বক্সী, হাওড়া
রাজ্যে স্নাতক স্তরে অনেক কলেজেই মাইক্রোবায়োলজি পড়ানো হয়। যেমন,
• সেন্ট জেভিয়ার্স কলেজ
www.sxccal.edu
• স্কটিশ চার্চ কলেজ
www.scottishchurch.ac.in
• আশুতোষ কলেজ
www.asutoshcollege.in
• লেডি ব্রেবোর্ন কলেজ
www.ladybrabourne.com
• সুরেন্দ্রনাথ কলেজ
www.surendranathcollege.org
• ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ
http://www.brsnc.org
• বিধাননগর কলেজ
www.bidhannagarcollege.org
• মৌলানা আজাদ কলেজ
www.maulanaazadcollege.in
• আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, উত্তর ২৪ পরগনা
http://apccollege.ac.in
ইত্যাদি।
স্নাতকোত্তর স্তরে
• কলকাতা বিশ্ববিদ্যালয়
এম এসসি ও পিএইচ ডি করানো হয়।
www.caluniv.ac.in
• বর্ধমান বিশ্ববিদ্যালয়
www.buruniv.ac.in
• ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি-র (www.wbsubregistration.org/microbiology.php) মতো রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই মাইক্রোবায়োলজি বা আনুষঙ্গিক বিষয়ে এম এসসি পড়া যায়।
এ ছাড়া, বেশ কিছু কলেজেও এখন স্নাতকোত্তর স্তরেও বিষয়টি পড়ায়। যেমন, সেন্ট জেভিয়ার্স, লেডি ব্রেবোর্ন, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, বিধাননগর কলেজ, গুরু নানক ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (http://gnipst-slc.ac.in) ইত্যাদি।
রাজ্যের বাইরে উচ্চশিক্ষা
• দিল্লি বিশ্ববিদ্যালয়
http://microbio.du.ac.in
• সাবিত্রী ফুলে পুণে বিশ্ববিদ্যালয়
www.unipune.ac.in
• বডোদরা-য় মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়
www.msubaroda.ac.in
• অ্যামিটি ইউনিভার্সিটি
www.amity.edu/aims
• ভারথিদাসান ইউনিভার্সিটি www.bdu.ac.in এই বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। অনেক জায়গায় অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজি-র মতো বিষয় নিয়েও কোর্স রয়েছে।
• মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয়
মাইক্রোবিয়াল জিন টেকনোলজিতে এম এসসি পড়ানো হয়।
http://mkuniversity.org/direct/#
• মাইক্রোবায়োলজিতে এম এসসি কোর্স রয়েছে অন্নামালাই বিশ্ববিদ্যালয়ে
http://www.annamalaiuniversity.ac.in
• ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজি ইউনিভার্সিটি
স্কুল অব বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজিতে এম এসসি পড়ানো হয়
www.vit.ac.in/academics/schools/sbst/courses
• দেবী অহিল্যা বিশ্ববিদ্যালয়, ইনদওর
www.dauniv.ac.in
• গুজরাত বিশ্ববিদ্যালয়
www.gujaratuniversity.ac.in
• ওসমানিয়া বিশ্ববিদ্যালয়
www.osmania.ac.in ইত্যাদি।
বেশ কয়েকটি আইআইটি-তেও ছেলেমেয়েরা হায়ার স্টাডিজ করতে পারে। তবে এখানে মাইক্রোবায়োলজির বদলে ছেলেমেয়েদের বায়োটেকনোলজি নিয়ে পড়তে হয়। ভর্তি হতে বসতে হয় ‘জ্যাম’ পরীক্ষায়।
গবেষণার সুযোগ
• টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর)
www.tifr.res.in
• ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস (এনসিবিএস)
www.ncbs.res.in
• সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, মহীশূর
www.cftri.com
• বিড়লা রিসার্চ ইনস্টিটিউট ফর অ্যাপ্লায়েড সায়েন্সেস
• ইনস্টিটিউট অব জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি
www.igib.res.in
• বোস ইনস্টিটিউট
www.jcbose.ac.in/home
• ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিকাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, মোহালি (নাইপার)
www.niper.nic.in
• দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইমিউনোলজি (এনআইই)
www.nii.res.in
• ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি
www.ncl-india.org
• ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস
www.niced.org.in
• ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি
https://iicb.res.in ইত্যাদি
বায়োলজিকাল সায়েন্সেস-এ এম এসসি ছাড়াও ইন্টিগ্রেটেড পিএইচ ডি, পিএইচ ডি করা যায় টিআইএফআর-এ।
মলিকিউলার মাইক্রোবায়োলজি, ইন্ডাসট্রিয়াল মাইক্রোবায়োলজি, মেডিক্যাল মাইক্রোবায়োলজি, ইমিউনোলজির মতো বিভিন্ন বিষয়ে রিসার্চ হয় বোস ইনস্টিটিউটে।
মাইক্রোবায়োলজি ছাড়াও মলিকিউলার অ্যান্ড সেল বায়োলজি, ইমিউনোলজি, ভাইরোলজি, মলিকিউলার অঙ্কোলজি, ডেভেলপমেন্টাল বায়োলজি-র মতো হরেক বিষয় নিয়ে ইন্টিগ্রেটেড পিএইচ ডি, পিএইচ ডি করা যায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স বেঙ্গালুরুতে (http://mcbl.iisc.ernet.in) উচ্চ মানের গবেষণার জন্য পিএইচ ডি ডিগ্রি আবশ্যক।
বিদেশে গবেষণা
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে গেলে স্টেম সেল থেরাপি নিয়ে রিসার্চ করতে পারবে। অস্ট্রেলিয়াতে এখন মেরিন মাইক্রোবায়োলজি, বিশেষত মেরিন ফুড নিয়ে প্রচুর কাজকর্ম চলছে। আমেরিকায় অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলজি, মেডিক্যাল মাইক্রোবায়োলজি, নিউরোসায়েন্স, সেল বায়োলজি ও ক্যানসার রিসার্চ, ভ্যাক্সিন রিসার্চ নিয়ে কাজ হচ্ছে। কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণার মূল ক্ষেত্র ফুড অ্যান্ড এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি।