অ্যানথ্রোপোলজি নিয়ে পড়তে গেলে

প্রশ্ন: আমাদের রাজ্যে অ্যানথ্রোপোলজি কোথায় পড়ানো হয়? রাজ্যের বাইরেও কি স্নাতক স্তরে বিষয়টি পড়ার সুযোগ আছে? উচ্চশিক্ষা ও গবেষণা কোথায় করতে পারব? বিষয়টি স্নাতক স্তরে পড়ে পরে অন্য বিষয় নিয়ে পড়া যাবে কি?  

Advertisement
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০১:৪২
Share:

প্রশ্ন: আমাদের রাজ্যে অ্যানথ্রোপোলজি কোথায় পড়ানো হয়? রাজ্যের বাইরেও কি স্নাতক স্তরে বিষয়টি পড়ার সুযোগ আছে? উচ্চশিক্ষা ও গবেষণা কোথায় করতে পারব? বিষয়টি স্নাতক স্তরে পড়ে পরে অন্য বিষয় নিয়ে পড়া যাবে কি?

Advertisement

সন্দীপ বন্দ্যোপাধ্যায়, হুগলি

Advertisement

রাজ্যের মধ্যে স্নাতক স্তরে

• বিধাননগর কলেজ

www.bidhannagarcollege.org/academics/departments/science/anthropology

• নরসিংহ দত্ত কলেজ

http://narasinhaduttcollege.edu.in/

• বঙ্গবাসী কলেজ

http://bangabasi.org/home.php

• নিউ আলিপুর কলেজ

www.newaliporecollege.ac.in/index1.php

• বিবেকানন্দ কলেজ ফর উইমেন বড়িশা

www.vivekanandacollegeforwomen.org

• সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন

www.sncwgs.ac.in

• আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ

http://apccollege.ac.in/new-web/apchome.php

• শ্রীচৈতন্য কলেজ হাবড়া

www.sreechaitanyacollege.in/Portal

• দীনবন্ধু মহাবিদ্যালয় বনগাঁ

http://dinabandhumahavidyalaya.org/dinahome.php

• হলদিয়া গভর্নমেন্ট কলেজ

http://dinabandhumahavidyalaya.org/dinahome.php

• ড. এপিজে আবদুল কালাম গভর্নমেন্ট কলেজ নিউটাউন http://newtowngovtcollege.in ইত্যাদি

অনেক কলেজেই স্নাতক স্তরে বিষয়টা পড়তে পারে ছাত্রছাত্রীরা।

এ ছাড়া, আমাদের দেশে অসম, ওড়িশা, মণিপুর, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডের মতো বিভিন্ন রাজ্যেই স্নাতক স্তরে অ্যানথ্রোপোলজি পড়ানো হয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোতে পাস-এ জুলজি, বটানি, কেমিস্ট্রি কিংবা নিউট্রিশন নেওয়া যায়। আবার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছেলেমেয়েরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, ফিজিয়োলজি, জুয়োলজি, বটানি ইত্যাদি বিষয় নিয়েও পড়তে পারে। অ্যানথ্রোপোলজি-তে বিএ বা বিএসসি, দু’ধরনের ডিগ্রিই পাওয়া যায়। যেমন, যদি কেউ অ্যানথ্রোপোলজি-র সঙ্গে পাস-এ আর্টস-এর কোনও বিষয় নেয়, সে ক্ষেত্রে তাকে বিএ ডিগ্রি দেওয়া হয়। বিজ্ঞানের বিষয় নিলে বিএসসি।

উচ্চশিক্ষা

দেশে চল্লিশটারও বেশি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় অ্যানথ্রোপোলজি। রাজ্যে বিষয়টা নিয়ে উচ্চশিক্ষা করা যায়—

• কলকাতা বিশ্ববিদ্যালয়

ww.caluniv.ac.in

• ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

www.wbsubregistration.org

• বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

http://vidyasagar.ac.in

• উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

www.nbu.ac.in

• সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়

www.skbu.ac.in

• বিশ্বভারতীর

www.visvabharati.ac.in মতো অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে।

রাজ্যের বাইরে

• দিল্লি বিশ্ববিদ্যালয়

http://du.ac.in/

• লখনউ বিশ্ববিদ্যালয়

www.lkouniv.ac.in

• ডক্টর হরিসিংহ গৌর বিশ্ববিদ্যালয়

www.dhsgsu.ac.in

• ম্যাড্রাস বিশ্ববিদ্যালয়

www.unom.ac.in

• কন্নুর বিশ্ববিদ্যালয়

http://www.kannuruniversity.ac.in

• উৎকল বিশ্ববিদ্যালয়

http://utkaluniversity.nic.in

• সম্বলপুর বিশ্ববিদ্যালয়

www.suniv.ac.in

• সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ওড়িশা, কোরাপুট বিশ্ববিদ্যালয়

cuo.ac.in

• রাঁচি বিশ্ববিদ্যালয়

www.ranchiuniversity.ac.in

• গুয়াহাটি বিশ্ববিদ্যালয়

www.gauhati.ac.in

• কটন কলেজ স্টেট ইউনিভার্সিটি

www.ccsu.ac.in/index.asp

• ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়

www.dibru.ac.in

• অসম বিশ্ববিদ্যালয়

www.aus.ac.in

• রাজীব গাঁধী বিশ্ববিদ্যালয়

www.rgu.ac.in

• নর্থ ইস্ট হিল ইউনিভার্সিটি

www.nehu.ac.in

• হায়দরাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি-র

www.uohyd.ac.in মতো দেশের অনেক বিশ্ববিদ্যালয়েই এই বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয়।

অন্য বিষয়

অ্যানথ্রোপোলজিতে স্নাতক হওয়ার পরে কেউ যদি অন্য বিষয় নিয়ে স্নাতকোত্তর পড়তে চায়, তারও সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে এরিয়া স্টাডিজ, কালচার স্টাডিজ, সোশিয়োলজি, রুরাল ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, হিউম্যান রাইট্স, পপুলেশন স্টাডিজ, জেনেটিক্স, পাবলিক হেল্থ, নিউট্রিশন, ফরেনসিক সায়েন্সেস, পাবলিক পলিসি, কালচারাল হেরিটেজ ম্যানেজমেন্ট, আর্কিয়োলজি, মিউজিয়োলজি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে পড়া যায়।

গবেষণা

ভারতের বেশ কিছু নামকরা প্রতিষ্ঠানেও পিএইচ ডি করতে পারে ছাত্রছাত্রীরা। যেমন,

• ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা

www.isical.ac.in

• ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়

www.jnu.ac.in

• ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেস

http://iipsindia.org

• বিভিন্ন আইআইটি

• টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস

www.tiss.edu

• ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট

www.dcpune.ac.in

• সেন্টার ফর স্টাডিজ ইন সোশাল সায়েন্সেস

www.cssscal.org

• গোবিন্দ বল্লভ পন্থ সোশাল সায়েন্স ইনস্টিটিউট

www.gbpssi.in ইত্যাদি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement